এক দিনের সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সেই সিরিজ় নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। প্যাট কামিন্সের আশঙ্কা, হয়তো শেষ বার রোহিত-কোহলিকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যাবে। তাই জন্যই এত উত্তেজনা। তবে এই দুই ক্রিকেটারকেই ভারত-অস্ট্রেলিয়ার সম্মিলিত একাদশে রাখেননি কামিন্স।
পিঠের চোটের কারণে এই সিরিজ়ে খেলতে পারবেন না কামিন্স। গ্যালারি থেকে দলকে তাতাতে তৈরি তিনি। ‘জিয়োহটস্টার’-এ তিনি বলেছেন, “গত ১৫ বছরে ভারতের সব দলে থেকেছে বিরাট এবং রোহিত। অস্ট্রেলিয়ার মানুষ এ বারই হয়তো শেষ বার ওদের দেখতে চলেছে।”
উল্লেখ্য, রোহিত এবং কোহলি দু’জনেই এখন শুধু এক দিনের ক্রিকেটে খেলেন। কামিন্স আরও বলেছেন, “দু’জনেই ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটার। সকলেই ওদের সমর্থক। যখনই ওরা খেলে, সকলে খেলা দেখার জন্য মুখিয়ে থাকে।”
এই সিরিজ়ে খেলতে পারবেন না ভেবে ব্যথিত কামিন্স। বলেছেন, “ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে খেলতে পারব না ভেবে লজ্জিত। প্রচুর মানুষ মাঠে আসবেন। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনও ম্যাচেই খেলতে না পারলে খুব খারাপ লাগে। তবে এত বড় সিরিজ়ে খেলতে না পারার ব্যাপারটা হজম হচ্ছে না।”
আরও পড়ুন:
এই সিরিজ়ের আগে ভারত এবং অস্ট্রেলিয়া মিলিয়ে সম্মিলিত একটি একাদশ বেছে নিয়েছেন কামিন্স। সেখানে রোহিত, কোহলিকে রাখেননি। শুধু অবসর নেওয়া ক্রিকেটারদেরই রেখেছেন। তার মধ্যে আট জন অস্ট্রেলিয়ার, তিন জন ভারতের।
ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে থাকবেন সচিন তেন্ডুলকর। এর পর রিকি পন্টিং, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন এবং মাইকেল বিভান পর পর নামবেন। এর পর মহেন্দ্র সিংহ ধোনি উইকেটকিপার হিসাবে। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে শেন ওয়ার্ন। তিন পেসার ব্রেট লি, জ়াহির খান এবং গ্লেন ম্যাকগ্রা।