তাঁদের জুটি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে। টেস্টে সাফল্য এনে দিয়েছে। সেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচরাহুল দ্রাবিড়।
ভারতের প্রাক্তন স্পিনার আর. অশ্বিনের ইউটিউব চ্যানেলে দ্রাবিড় বলেছেন, ‘‘আমাদের জুটিটা আমি খুবই উপভোগ করেছি। রোহিতের ব্যাপারে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই। দলটা নিয়ে রোহিত ভীষণই ভাবত। আর সেটা ও পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল।’’
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। ২০২৪ সালে দ্রাবিড়ের কোচিং আর রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এর পরে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিকটি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। দ্রাবিড়ও কোচিং থেকে সরে দাঁড়ান। কয়েক মাস আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন রোহিত, বিরাট।
দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, কী ভাবে নেতৃত্বের শুরু থেকেই নীল নকশাটা তৈরি করে ফেলেছিলেন রোহিত। দ্রাবিড় বলেছেন, ‘‘প্রথম দিন থেকেই রোহিত একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছিল। কী ভাবে ও দলটাকে পরিচালনা করতে চায় আর দলের থেকে ও ঠিক কী চায়। ওর কাছে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’’ যোগ করেন, ‘‘আর এক জন কোচ এবং অধিনায়কের মধ্যে সম্পর্কটা গড়ে উঠতে গেলে এই ব্যাপারটা ভীষণ জরুরি। বিশেষ করে আমি যে ভাবে কোচিং করাতাম।’’
দ্রাবিড় জানিয়েছেন, তিনি একটা ব্যাপারে বরাবর বিশ্বাস করতেন। অধিনায়ককে তাঁর নিজের জায়গাটা ছেড়ে দেওয়া। প্রাক্তন কোচের কথায়, ‘‘আমি সব সময় বিশ্বাস করে এসেছি যে, দলটা অধিনায়কের। আমি নিজে ক্রিকেটার ছিলাম, অধিনায়কও ছিলাম।’’ তিনি এও বলেন, ‘‘মাঠে নেমে এক জন অধিনায়ককেই দলকে নেতৃত্ব দিতে হয়। দল কী ভাবে খেলবে, সেটা অধিনায়কই ঠিক করে। কোচের কাজ অধিনায়কের পাশে থাকা।’’
তাঁর কাজটা সহজ করার জন্য রোহিতকেও কৃতিত্ব দিয়েছেন দ্রাবিড়। প্রাক্তন অধিনায়কের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘‘মাঝে মাঝে এক জন অধিনায়ককে সাহায্য করতে হয়, ঠিক রাস্তাটা খুঁজে পেতে। তখন বুঝতে হয়, সে কী চাইছে। রোহিত কিন্তু প্রথম থেকেই এই ব্যাপারে খুব পরিষ্কার ছিল। বুঝিয়ে দিয়েছিল, ও কী চাইছে।’’ যোগ করেন, ‘‘ড্রেসিংরুমের পরিবেশ কী রকম হবে, দলের পরিবেশটা কী রকম হবে, সেটা শুরুতেই বুঝিয়ে দেয় রোহিত। ফলে আমার কাজটাও সহজ হয়ে গিয়েছিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)