মনোজ তিওয়ারি। ফাইল ছবি
উনাদকাটের বলে বোল্ড ঈশান। ইনিংসে ছ’টি উইকেট হল উনাদকাটের। ঈশান আউট হলেন ২২ রানে। সৌরাষ্ট্রকে জিততে হল করতে হবে ১২ রান।
উনাদকাটকে পর পর দু’টি চার মেরে ইনিংসে হারের লজ্জা এড়ালেন ঈশান পোড়েল। বাংলা আপাতত এগিয়ে ২ রানে।
আগ্রাসী খেলে ইনিংসে হার বাঁচানোর চেষ্টা করছেন ঈশান পোড়েল।
উনাদকাটের বলে এলবিডব্লিউ হলেন। ডিআরএস নিয়েছিলেন। লাভ হল না।
সাকারিয়ার বলে পুল করতে গিয়েছিলেন অভিষেক। ক্যাচ নিলেন পার্থ ভুট।
বাংলার শেষ আশাও সাজঘরে। উইকেটের বাইরের যে বল অনায়াসে ছেড়ে দেওয়া যেত, সেই বলে আচমকা ব্যাট ছুঁইয়ে ক্যাচ দিলেন মনোজ। ফিরলেন ৬৮ রানে।
সৌরাষ্ট্রের দরকার ছিল দুটো উইকেট। একটি পেয়ে গিয়েছে তারা। বাকি শুধু মনোজ। তিনি একা কতক্ষণ টানতে পারবেন?
রান নিতে মনোজের সঙ্গে ভুল বোঝাবুঝি। রান আউট হয়ে গেলেন শাহবাজ। ২৭ রানে ফিরলেন তিনি।
১৩ মিনিটেই তিন চার। মনোজরা শুরু থেকেই আগ্রাসী।
শাহবাজের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিল সৌরাষ্ট্র। ডিআরএসে আবেদন খারিজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy