রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় কাঠগড়ায় বিরাট কোহলিদের দল ও কর্নাটক ক্রিকেট সংস্থা। এর মধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে অযোগ্য তকমা দিয়েছে বিচারপতি জন মাইকেল কুনহা কমিশন।
এর ফলে সেখানে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচ ঘিরে সংশয় বাড়ছে। এর পর ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিরাট কোহলিরা কি আইপিএলে তাঁদের ‘হোম ম্যাচ’ আর বেঙ্গালুরুতে খেলতে পারবেন না?
বিচারপতি জন মাইকেল কুনহা কমিশন তাদের রিপোর্টে জানিয়েছে, ১৯৭৪ সালে নির্মিত চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন মুশকিল। স্টেডিয়াম এমন ভাবে তৈরি হয়েছে যেখানে বিশৃঙ্খলা হলে তা সামলানো সম্ভব নয়। স্টেডিয়ামের প্রবেশ ও প্রস্থানের পথ খুব ছোট। কোনও ম্যাচের আগে স্টেডিয়ামে ঢোকার যে লাইন পড়ে তা প্রধান সড়ক পর্যন্ত চলে যায়। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। জরুরি অবস্থায় দর্শকদের বার করার আলাদা পথও নেই স্টেডিয়ামে।
রিপোর্টে বলা হয়েছে, এই মাঠে বড় অনুষ্ঠানের আয়োজন যে অসম্ভব তার প্রমাণ ৪ জুন স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু। ফলে ভবিষ্যতে সেখানে কোনও বড় অনুষ্ঠানের আয়োজন সম্ভব নয়। তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে কর্নাটক ক্রিকেট সংস্থাকে। যদি তারা বিকল্প কোনও মাঠের ব্যবস্থা করতে চায় তা হলে সেখানে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে। পদপিষ্টের ঘটনার দায় বেঙ্গালুরু ও কর্নাটক ক্রিকেট সংস্থার উপরেই চাপিয়েছে কমিশন।
আরও পড়ুন:
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। কিন্তু কমিশনের এই রিপোর্টের পর তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে প্রতিযোগিতার মাঠ বদলে দেওয়া হতে পারে। কর্নাটক ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, ১১ অগস্ট থেকে শুরু হতে চলা মহারাজা ট্রফি টি২০ লিগ দর্শকশূন্য চিন্নাস্বামীতে হবে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ দর্শকশূন্য করা যাবে না। ফলে চাপ বাড়ছে বেঙ্গালুরুর উপর।
১৮ বছর পর আইপিএল জিতেছে বেঙ্গালুরু। অবশেষে চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলি। অহমদাবাদে ফাইনাল জেতার পর কোহলি জানিয়ে দিয়েছিলেন, পরের দিন বেঙ্গালুরুতে সমর্থকদের সঙ্গে তাঁরা উল্লাস করবেন। পর দিন সকাল থেকেই বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। যত বেলা বাড়ে তত ভিড় বাড়ে। বিধান সৌধ ও চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় সবচেয়ে বেশি ছিল। পুলিশ সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। বহু সমর্থক আহত হন। এই ঘটনার পর মামলা দায়ের হয়েছে বেঙ্গালুরুর দল ও কর্নাটক ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এ বার চাপ আরও বাড়ল রাজ্য ক্রিকেট সংস্থার উপর।