ইরানি কাপ জয়ের পর অবশিষ্ট ভারতের ক্রিকেটারেরা। ছবি: বিসিসিআই।
ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারতীয় দল। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে ১৭৫ রানে হারাল হনুমা বিহারির দল। জয়ের জন্য ২৫৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জয়দেব উনাদকাটের দলের ইনিংস শেষ হল ৭৯ রানে।
মঙ্গলবার সকালে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস ২১৪ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অবশিষ্ট ভারত। ৫২ ওভারে ১৬০ রানেই শেষ হয়ে যায় বিহারির দলের ইনিংস। চতুর্থ দিনের উইকেটে সারা দিন দাপট দেখিয়েছেন বোলারেরা। ব্যাটারেরা সকাল থেকেই সমস্যা পড়েছেন অসমান বাউন্সের জন্য। অবশিষ্ট ভারতের দুই ওপেনার সাই সুদর্শন (৪৩) এবং ময়ঙ্ক আগরওয়াল (৪৯) ছাড়া ২২ গজে কেউ দাঁড়াতে পারেননি। দলের তৃতীয় সর্বোচ্চ রান বিহারির ২২। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সফলতম পার্থ ভুত। তিনি ৫৩ রান খরচ করে ৭ উইকেট নিয়েছেন। ৬৫ রান দিয়ে বাকি ৩ উইকেট নিয়েছেন ধর্মেন্দ্রসিংহ জডেজা।
জয়ের জন্য ২৫৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। কিন্তু তাঁদের ব্যাটারেরাও ২২ গজে লড়াই করতে পারলেন না। ৩৪.৩ ওভারে মাত্র ৭৯ রানেই শেষ হয়ে যায় উনাদকাটদের যাবতীয় প্রতিরোধ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ধর্মেন্দ্রসিংহ (২১)। তাদের চার ব্যাটার দু’অঙ্কের রান করতে সমর্থ হন।
অবশিষ্ট ভারতের বোলারদের মধ্যে সফলতম সৌরভ কুমার। তিনি ৪৩ রানে ৬ উইকেট নিয়েছেন। ২২ রান দিয়ে ৩ উইকেট শামস মুলানির। ১ রানে ১ উইকেট পুলকিত নারাংয়ের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy