আন্তর্জাতিক ক্রিকেটে এক জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে দুটি করে মাইলফলকই স্পর্শ করতে পারেন তাঁরা। এক দিনের ক্রিকেটে দুই ব্যাটারের ভবিষ্যৎ চূড়ান্ত হয়ে যেতে পারে এই সিরিজ়ের পারফরম্যান্সের নিরিখে। এমন পরীক্ষার সিরিজ়েও তাঁদের সামনে মাইলফলক স্পর্শের সুযোগ।
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের রান এখন ১৯,৯০২। তাঁর দরকার আর ৯৮ রান। তা হলেই ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি। ভারতের চতুর্থ এবং বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করবেন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের ৩৪,৩৫৭। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর রান ২৮,০১৬। তালিকায় তৃতীয় বিরাট কোহলির রান ২৭,৬৭৩। এই তালিকায় থাকা আর এক ভারতীয় হলেন রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রাবিড় করেছেন ২৪,২০৮ রান। এ ছাড়াও রয়েছেন রিকি পন্টিং, মাহেলা জয়বর্ধনে, জ্যাক কালিস, ব্রায়ান লারা, জো রুট, সনৎ জয়সূর্য, শিবনারাইন চন্দ্রপল, ইনজামাম উল হক এবং এবি ডিভিলিয়ার্স।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬৫০টি ছক্কা মারার মাইলফলকও স্পর্শ করার সুযোগ রয়েছে রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তাঁর ছয়ের সংখ্যা ৬৪২টি। বিশ্বরেকর্ড তাঁরই দখলে। আর আটটি ছক্কা মারতে পারলে ৬৫০টি ছক্কা হয়ে যাবে রোহিতের। এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারের ছয়ের সংখ্যা ৫৫৩। গত অস্ট্রেলিয়া সফরে তিনটি এক দিনের ম্যাচে ২০২ রান করেন রোহিত। শেষ ম্যাচে ১২১ রানের অপরাজিত ইনিংসও খেলেন। স্বভাবতই ঘরের মাঠে রোহিতের জোড়া মাইলফলকের দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরাও।
এ ছাড়া রোহিত আর ২৭ রান করলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন। আর ৬৬ রান করলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করবেন। রোহিত আর ১৩৩ রান করলে দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করবেন।
অন্য দিকে, একটি শতরান করতে পারলে কোহলি একসঙ্গে ভেঙে দেবেন সচিন এবং ডেভিড ওয়ার্নারের একটি নজির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে কোহলি, সচিন এবং ওয়ার্নারের পাঁচটি করে শতরান রয়েছে। আর একটি শতরান করতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা হবে ছয়। নতুন নজির গড়বেন তিনি।
এ ছাড়াও এক দিনের ক্রিকেটে ৫২তম শতরান করবেন কোহলি। কোনও এক ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করার বিশ্বরেকর্ড গড়বেন তিনি। এখন এক দিনের ক্রিকেটে কোহলির ৫১টি শতরান রয়েছে। টেস্টে সচিনেরও শতরানের সংখ্যা ৫১টি।
আরও পড়ুন:
কোহলির দরকার আর ৩২ রান। তা হলে কালিসকে টপকে যাবেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের ক্রিকেটে ১৫৩৫ রান রয়েছে কালিসের। কোহলির সংগ্রহ এখনও পর্যন্ত ১৫০৪ রান। আর ৩২ রান করলে কালিসকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন কোহলি। তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের ক্রিকেটে তাঁর রান ২০০১।