ফুটবল-সহ বেশির ভাগ দলগত খেলায় পরিবর্ত খেলোয়াড় নামানোর সুযোগ থাকে। কোনও খেলোয়াড় চোট পেলে তাঁকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নতুন কাউকে নামানো যায়। কিন্তু ক্রিকেটে এমন কোনও নিয়ম নেই। এ বার কি সেই নিয়ম চালু করা উচিত? প্রশ্ন তুলে দিল ঋষভ পন্থের চোট। সুনীল গাওস্কর, মাইকেল ভন, পার্থিব পটেলের মতো ক্রিকেটারের মতে, ক্রিকেটেও এ বার পরিবর্ত নামানোর নিয়ম চালু করার সময় এসেছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে পরিবর্ত ক্রিকেটার নিয়ে প্রশ্ন করা হয় ভনকে। তিনি বলেন, “আমার মনে হয়, ক্রিকেটে এই নিয়ম চালু করার সময় এসেছে। যে কোনও সময়ে যে কোনও ক্রিকেটার চোট পেতে পারে। তার মানে কি সেই দলকে দশ জনে খেলতে হবে? আমার মনে হয়, আইসিসি-র এ বার এটা নিয়ে ভাবার সময় এসেছে।”
পাশেই ছিলেন গাওস্কর। তিনি বলেন, “আমি ভনের দাবি সমর্থন করছি। তবে এটা নিয়ে একটা কমিটি গঠন করা উচিত আইসিসি-র। এখন ক্রিকেট কমিটির নেতৃত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে। আইসিসি-র প্রধান জয় শাহও ভারতীয়। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ভারতের সমস্যা হয়েছে বলেই তারা নিয়ম বদলাতে চাইছে। তাই একটা নতুন কমিটি তৈরি করা দরকার, যারা এটা নিয়ে কাজ করবে।”
পার্থিবও এই নিয়ম সমর্থন করেন। তবে তাঁর মতে, কোনও দল যাতে অন্যায্য সুবিধা না পায় সেটাও দেখা উচিত। পার্থিব বলেন, “কিছু কিছু সমস্যা রয়েছে যার ফায়দা তোলার চেষ্টা করে অনেক দল। টি-টোয়েন্টি ক্রিকেটে কনকাশন নিয়মের অপব্যবহার হতেও দেখা গিয়েছে। তাই কোনও ম্যাচে কেউ আচমকা চোট পেলে কিছু তো করার নেই। পরিবর্তের নিয়ম চালু করা উচিত। অন্তত এখন এই নিয়ম চালু হোক যে উইকেটকিপার চোট পেলে শুধু উইকেটকিপারই নামতে পারবে।”
ঠিক এই যুক্তি তুলে ধরেই পরিবর্ত নামানোর বিরুদ্ধে নাসের হুসেন। তিনি বলেন, “পরিবর্ত ক্রিকেটার ম্যাচ জিতিয়েও দিতে পারে। তবে কনকাশন পরিবর্তের মতো কিছু ভাবা যেতে পারে। কনকাশনেও কিছু কিছু দলকে সুবিধা নিতে দেখেছি। ধরুন অফস্পিনারের বদলে কেউ লেগস্পিনারকে দলে নিল এবং সে অলৌকিক ভাবে ম্যাচ জিতিয়ে দিল। তখন আপনি কী বলবেন? তাই পরিবর্ত ক্রিকেটার নামানোর বিষয়ে আমার মত নেই।”
আরও পড়ুন:
ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করার সময় ক্রিস ওকসের বলে ডান পায়ে চোট পান পন্থ। তাঁর পায়ের হাড় ভেঙেছে। চতুর্থ টেস্ট তো বটেই, পঞ্চম টেস্টেও খেলতে পারবেন না। ভারতের অসুবিধা হল, দুই ইনিংসের কোনওটিতেই পন্থ ব্যাট করতে পারবেন না। ফলে দশ জনে খেলতে হবে। পন্থের মতো ব্যাটারকে হারানো ভারতের কাছে নিঃসন্দেহে ধাক্কা।
ক্রিকেটে পরিবর্ত নামানোর সুযোগ রয়েছে। তবে তা কেবল ‘কনকাশন’-এর ক্ষেত্রে। অর্থাৎ মাথায় আঘাত লাগার পর কোনও ক্রিকেটার খেলার মতো অবস্থায় না থাকলে তাঁর পরিবর্তে অন্য কাউকে নামানো যেতে পারে। তবে এ ক্ষেত্রে ‘লাইক-ফর-লাইক’ পরিবর্ত নামাতে হবে। অর্থাৎ ব্যাটারের বদলে ব্যাটার, বোলারের বদলে বোলার নামাতে হবে।