Advertisement
E-Paper

৫,০০০ রান! এক রবিতেই কোহলি, সৌরভ, ধোনি, সচিন, রোহিতদের পিছনে ফেলে দিলেন স্মৃতি

১১২ ইনিংসে ৫,০০০ রানের মাইলফলকে পৌঁছলেন স্মৃতি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই রেকর্ড ছিল কোহলির। কোহলি ছাড়াও স্মৃতি রবিবার পিছনে ফেলে দিলেন ধাওয়ান, সৌরভ, ধোনি, গম্ভীর, সচিন, রোহিতকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৪
Smriti Mandhana

স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।

রবিবার স্মৃতি মন্ধানা মহিলাদের এক দিনের ক্রিকেটে দ্রুততম ৫,০০০ রান করার বিশ্বরেকর্ড গড়লেন। পুরুষ ও মহিলাদের এক দিনের ক্রিকেট মিলিয়ে এই তালিকায় স্মৃতির আগে শুধু রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা।

১১২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন স্মৃতি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ১১৪টি এক দিনের ইনিংসে ৫,০০০ রানের মাইলফলকে পৌঁছেছিলেন। কোহলি ছাড়াও স্মৃতি রবিবার পিছনে ফেলে দিলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাকে।

স্মৃতি, কোহলির পর ভারতীয়দের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম ৫,০০০ রান করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ধাওয়ান। তিনি ১১৮ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।

এরপর রয়েছেন সৌরভ (১২৬ ইনিংস), ধোনি (১৩৫), গম্ভীর (১৩৫), সচিন (১৩৮), রোহিত (১৪২), মিতালি রাজ (১৪৪), রাহুল দ্রাবিড় (১৪৮)।

শুধু দ্রুততম হিসেবেই নয়, কনিষ্ঠতম হিসেবেই মহিলাদের এক দিনের ক্রিকেটে ৫০০ রান করার রেকর্ড গড়লেন ২৯ বছরের স্মৃতি।

মহিলাদের এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করলেন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের। তিনি ১৯৯৭ সালে ১৬টি এক দিনের ম্যাচে ৯৭০ রান করেছিলেন। তারপর থেকে এই ২৮ বছরে আর কেউ ৯০০ রানের গণ্ডিও পার করতে পারেননি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট (১৮ ম্যাচে ৮৮২ রান) কাছাকাছি পৌঁছেছিলেন। স্মৃতি সকলকে ছাপিয়ে গেলেন।

Smriti Mandhana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy