বিশ্বরেকর্ড ছুঁলেন স্মৃতি মন্ধানা। পাশাপাশি গড়লেন একাধিক নজিরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ শতরান করলেন তিনি। মাত্র ৭৭ বল লেগেছে ভারতীয় ওপেনারের। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৪ রান করে আউট হয়ে যান। ১৪টি চার এবং ৪টি ছয় মেরেছেন।
ওপেনার হিসাবে এক দিনের ক্রিকেটে ১২টি করে শতরান রয়েছে নিউ জ়িল্যান্ডের সুজ়ি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের। বুধবার সেই তালিকায় ঢুকে পড়েছেন স্মৃতিও। তাঁরও ১২টি শতরান হয়ে গেল। অর্থাৎ আর একটি শতরান করলেই একক ভাবে বিশ্বরেকর্ড গড়বেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসাবে শতরান করলেন স্মৃতি। এ দিন ৭৭ বলে শতরান করেছেন। স্মৃতিরই নজির রয়েছে দ্রুততম শতরানের। এ বছর জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান রয়েছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের (১৫)। তাঁকে টপকানোর কাছাকাছি চলে এসেছেন স্মৃতি।
আরও পড়ুন:
পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান গড়ার নজিরও গড়েছেন। চলতি বছরে ১৩টি ম্যাচে ৮০৩ রান হল স্মৃতির। তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। তিনি ভেঙেছেন দীপ্তি শর্মার নজির। ২০১৭-য় দীপ্তি ২০টি ম্যাচ খেলে ৭৮৭ রান করেছিলেন। সে বছরই মিতালি রাজ ১৯টি ম্যাচ খেলে ৭৮৩ রান করেছিলেন।
মহিলাদের এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মৃতি। চারটি শতরান নিয়ে প্রথমে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট। স্মৃতির রয়েছে তিনটি। পাশাপাশি নিউ জ়িল্যান্ডের বেটসেরও তিনটি শতরান রয়েছে।