Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Sourav Ganguly

বাংলাদেশের কাজ সহজ নয়, রোহিতরা আবার হারাতে পারেন অসিদের, বিশ্বাস রাখছেন সৌরভ

আর কিছু দিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলতে নামবে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ভারতে এসে বাংলাদেশের কাজ সহজ হবে না। তিনি এ-ও মনে করেন, ভারত আবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের হারাতে পারে।

cricket

সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৮
Share: Save:

আর কিছু দিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলতে নামবে ভারত। সদ্য সদ্য পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে খেলতে নামছে বাংলাদেশ। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ভারতে এসে বাংলাদেশের কাজ সহজ হবে না। তিনি এ-ও মনে করেন, ভারত আবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের হারাতে পারে।

শনিবার সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সৌরভ বলেন, “এখানে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।”

সেই প্রসঙ্গেই উঠে আসে অস্ট্রেলিয়া সিরিজ়‌ের কথা। সৌরভের সাফ কথা, “ভারত যে কোনও দেশকে হারাতে পারে। ২০১৯-এও বলেছিলাম ভারত যদি ভাল ব্যাট করে তা হলে অস্ট্রেলিয়ার মতো দলকেও হারানো সম্ভব। কারণ ভারতের হাতে সেই মানের বোলিং বিভাগ রয়েছে যারা ২০টা উইকেট নিতে পারে।”

চেন্নাইয়ের পিচ নিয়েও বিশেষ চিন্তার কারণ রয়েছে বলে মনে করেন না সৌরভ। তাঁর কথায়, “চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না। তবে ওখানকার পিচে বল সাধারণত ভালই ঘোরে। তবে সাম্প্রতিক কালে ভারত ভালই খেলেছে স্পিনের বিরুদ্ধে। আশা করি কোনও অসুবিধা হবে না।” কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “গম্ভীর তো সবে শুরু করল। আরও একটু সময় দেওয়া হোক।”

সিএবি-র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন অজয় জাডেজা। বাংলাদেশকে নিয়ে তাঁর গলায় অবশ্য সমীহের সুর। বলেছেন, “যারা জিতে এসেছে তাদের মধ্যে সব সময় জেতার মতো আত্মবিশ্বাস থাকে। যদিও এই পাকিস্তান দলের সঙ্গে ভারতীয় দলের তুলনা হয় না। ভারতীয় দল বেশ শক্তিশালী। যদিও ভারতকে ভাল ভাবে প্রস্তুতি নিতে হবে।”

অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে জাডেজা বলেছেন, “ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে আগেও ভাল খেলেছে। তা হলে এ বারই বা নয় কেন? আগের বারের থেকেও ভাল ফল হতে পারে।”

কোচ গম্ভীরের প্রতিও পূর্ণ আস্থা রাখছেন জাডেজা। বলেছেন, “গম্ভীর ভারতের হয়ে নিজের সেরাটা দিয়েছে। আইপিএলে সফল ভাবে কোচিং করিয়েছে। ও আগ্রাসী। একটা বিষয় নিশ্চিত, কোনও বোকা বোকা মুহূর্ত ম্যাচে তৈরি হবে না। কোচ হিসাবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। গম্ভীরেরও তাই হবে। উত্তেজক সময়ের অপেক্ষায় রয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE