Advertisement
১৯ এপ্রিল ২০২৪
pakistan

T20 World Cup 2021: পাঁচে পাঁচ পাকিস্তানের, সব ম্যাচ জিতে সেমিফাইনালে বাবর আজমরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে সবক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে তারা হারাল ৭২ রানে।

সব ম্যাচ জিতলেন বাবররা।

সব ম্যাচ জিতলেন বাবররা। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ২৩:০৩
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে সবক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে তারা হারাল ৭২ রানে। দুরন্ত অর্ধশতরান করে জয়ে বড় ভূমিকা নিলেন বাবর আজম (৬৬) এবং শোয়েব মালিক (অপরাজিত ৫৪)।

টসে জিতে ফিল্ডিং করাই এই বিশ্বকাপে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে রবিবার নিজেদের পরীক্ষা করার জন্য টসে জিতে ফিল্ডিং নিলেন পাক অধিনায়ক বাবর আজম। শুরুটা খারাপ করেনি পাকিস্তান। তবে ১৫ রানের মাথায় ফিরে যান ওপেনার মহম্মদ রিজওয়ান। তিন নম্বরে নামা ফখর জমানও ফিরে যান ৮ রান করে। বাবরের সঙ্গে এরপর সঙ্গ দেন মহম্মদ হাফিজ। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন। ৩১ রানে হাফিজ ফিরে যান। এরপর নামেন শোয়েব মালিক।

তিনি শুরু থেকেই স্কটল্যান্ড বোলারদের উপর আক্রমণ করতে থাকেন। বাবর ৬৬ রানে ফেরার পরেও শোয়েবের আক্রমণ থামেনি। ক্রিস গ্রিভসের শেষ ওভারে ওঠে ২৬ রান। শোয়েব সেই ওভারে তিনটি ছক্কা মারেন। শেষ বলে ছয় মেরে তিনি নিজের অর্ধশতরান পূরণ করেন। কেএল রাহুলের মতোই ১৮ বলে অর্ধশতরান করেন পাকিস্তানের ব্যাটার। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ তোলে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে কোনওসময়ই মনে হয়নি স্কটল্যান্ডকে চাপে ফেলতে পারে পাকিস্তান। একমাত্র রিচি বেরিংটন (অপরাজিত ৫৪) বাদে কেউই উইকেটে দীর্ঘক্ষণ টিকতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE