Advertisement
০৩ মে ২০২৪
WPL 2023

মেয়েদের আইপিএলে বল পড়ার আগেই বড় বিতর্ক, আর্থিক দুর্নীতিতে জড়িত আদানির দলে গোলমাল

শুক্রবার গুজরাত জানায়, তাদের এক ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন। বদলিও ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু শনিবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে সেই ক্রিকেটার জানান, তিনি সম্পূর্ণ সুস্থ।

Women\\\\\\\'s IPL begins with a mark of controversy

মহিলাদের আইপিএলে গুজরাত জায়ান্টস দলে শুরুতেই বিতর্ক। প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৮:০৯
Share: Save:

মেয়েদের আইপিএল তখনও শুরু হয়নি। একটিও বল পড়ার আগেই তৈরি হল বড় বিতর্ক। সমস্যা গুজরাত জায়ান্টস দলে। শুক্রবার গুজরাত জানিয়ে দেয়, তাদের ক্যারিবিয়ান ক্রিকেটার দিয়ান্দ্রা ডটিন চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসাবে অস্ট্রেলীয় অলরাউন্ডার কিম গার্থের নামও ঘোষণা করে দেয় গুজরাত। কিন্তু শনিবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ডটিন জানিয়ে দেন, তাঁর কিছুই হয়নি, তিনি সম্পূর্ণ সুস্থ।

ইনস্টাগ্রামে এক সমর্থক ডটিনের উদ্দেশে লেখেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’ জবাবে ডটিন লেখেন, ‘‘আমি কি জিজ্ঞেস করতে পারি, কিসের থেকে সুস্থ হয়ে উঠব?’’ এর পর টুইটারে তিনি লেখেন, ‘‘সবার শুভেচ্ছাবার্তা পেয়ে ভাল লাগছে। কিন্তু সত্যি বলতে কী, আমার কিছুই হয়নি। জানি না, কীসের ভূত আমাকে তাড়া করে বেড়াচ্ছে!’’

এখন প্রশ্ন উঠছে, সত্যিই কী হয়েছে? ডটিনের কি সত্যিই চোট রয়েছে, যার জন্য গুজরাত থেকে শেষ মুহূর্তে এসে ছেঁটে ফেলেছে? না কি ডটিন সত্যি কথা বলতে গিয়ে বোমা ফাটিয়েছেন? সম্প্রতি একের পর এক বিতর্কে জড়ানো আদানি গ্রুপের দল গুজরাত জায়ান্টসের মধ্যে বড় কোনও গোলমাল তৈরি হয়েছে? ডটিন কি পরে আরও কিছু ফাঁস করবেন? গুজরাত কি তাঁর বক্তব্যের কোনও জবাব দেবে?

গত মাসে নিলামে ৬০ লক্ষ টাকা দিয়ে ডটিনকে কিনেছিল গুজরাত। দিল্লি ক্যাপিটালসও নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়। তাঁর ন্যূনতম দাম ছিল ৪০ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE