কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরি করল ভারতের মহিলা টেবল টেনিস দল। যে দলের মধ্যে রয়েছেন বাংলার মৌমা দাস। রবিবার ফাইনালে সিঙ্গাপুর-কে ৩-১ ফলে হারিয়ে সোনা জিতে নিলেন মৌমা-রা। এ নিয়ে দ্বিতীয় বার ফাইনালে উঠেছিল মহিলা দল। ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমসে ফাইনালে উঠেছিল
প্রথম গেম থেকেই দুর্দান্ত লড়াই শুরু করে দেন ভারতের মেয়েরা। মণিকা বাত্রা ম্যারাথন ম্যাচ জেতেন ১১-৮, ৮-১১, ৭-১১, ১১-৯, ১১-৭ ফলাফলে। বিশ্বের চার নম্বর তিয়ানওয়েই ফেং-কে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন মণিকা। কিন্তু পরের গেমেই মধুরিকা পাটকার-কে সহজেই ১৩-১১, ১১-২, ১১-৬ হারিয়ে দেন মেং ইয়ু। ডাবলস জিতে এর পর মৌমা দাস এবং মধুরিকা পাটকর লড়াইয়ে ফিরিয়ে আনেন ভারতকে। তাঁরা জেতেন ১১-৭, ১১-৬, ৮-১১, ১১-৭ ফলাফলে। তাঁর দ্বিতীয় ম্যাচে ইহান ঝৌ-কে ১১-৭, ১১-৪, ১১-৭ ফলাফলে উড়িয়ে দেন মণিকা। তাতেই নিশ্চিত হয়ে যায় কমনওয়েলথ গেমসের ইতিহাসে টেবল টেনিসে ভারতের প্রথম সোনা।
ফাইনালে অবশ্য ভারত উঠেছিল একই দিনে ইংল্যান্ডকে হারিয়ে। সহজেই ৩-০ জিতে ফাইনালে উঠেছিলেন মৌমা-রা। ভারতীয় মেয়েদের এই জয় আরও ঐতিহাসিক হয়ে থাকছে কারণ, এর আগে সিঙ্গাপুরের মেয়েরা কখনও কমনওয়েলথ গেমসে হারেনি। ‘‘আমার দূরতম কল্পনাতেও কখনও ভাবিনি কখনও অলিম্পিক্সে পদক পাওয়া এবং বিশ্বের চার নম্বরকে আমি হারাতে পারব,’’ বলেন মণিকা। যাঁকে এখন ভারতের সেরা মহিলা টেবল টেনিস খেলোয়াড় বলা হচ্ছে।