Advertisement
E-Paper

রেষারেষি ছাপিয়ে কমনওয়েলথের মঞ্চে ঝান্ডা উঁচিয়ে সাইনা-সিন্ধু

চোট, ক্লান্তি, বিতর্ক— কমনওয়েলথ গেমসের শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়েছিলেন সাইনা। বিশেষ করে তাঁর বাবা, হরবীর সিংহের গেমস ভিলেজে থাকা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০৪:৩৪
উচ্ছ্বাস: কমনওয়েলথ গেমসের ফাইনালে প্রথম বার দ্বৈরথের পরে পদক নিয়ে সাইনা নেহওয়াল এবং পি ভি সিন্ধু। রবিবার গোল্ড কোস্টে। ছবি: পিটিআই

উচ্ছ্বাস: কমনওয়েলথ গেমসের ফাইনালে প্রথম বার দ্বৈরথের পরে পদক নিয়ে সাইনা নেহওয়াল এবং পি ভি সিন্ধু। রবিবার গোল্ড কোস্টে। ছবি: পিটিআই

রবিবার কোর্টে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পি ভি সিন্ধু। কিন্তু কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনের ফাইনালে ওঠার পথে সামনে আরও বাধা পড়েছিল সাইনা নেহওয়ালের। সব কিছু জয় করে ব্যাডমিন্টন সিঙ্গলসে সেরার মুকুট মাথায় পরে সাইনা বলছেন, ‘‘অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকের পাশেই রাখব কমনওয়েলথ গেমসের এই সোনা।’’

চোট, ক্লান্তি, বিতর্ক— কমনওয়েলথ গেমসের শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়েছিলেন সাইনা। বিশেষ করে তাঁর বাবা, হরবীর সিংহের গেমস ভিলেজে থাকা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সাইনার হুমকির সামনে সেই সমস্যার সমাধান হয়। ফাইনালে সিন্ধুকে ২১-১৮, ২৩-২১ গেমে হারানোর পরে আবার সেই প্রসঙ্গ ওঠে সাইনার সাংবাদিক বৈঠকে। যা নিয়ে সাইনা বলেন, ‘‘আমার বাবার জন্য আমি সব সময় লড়াই করতে প্রস্তুত।’’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা যায় সাইনাকে।

শুধু সংবাদমাধ্যমেই নয়, জ্বালা গুট্টার মতো ব্যাডমিন্টন খেলোয়াড়ও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পুরো ঘটনায় যে তিনি যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন, তা পরিষ্কার হয়ে যাচ্ছে সাইনার কথায়। ‘‘আমি খুব বিব্রত ছিলাম। দু’দিন ঘুমোতে পর্যন্ত পারিনি। আমার বাবা গেমস ভিলেজের বাইরে বসে থাকত। ডাইনিং হলে পর্যন্ত ঢুকতে পারত না। রজার ফেডেরার বলে থাকে, ও ১০-১২ ঘণ্টা ঘুমোয়। আমি সেখানে আধ ঘণ্টাও ঘুমোতে পারিনি ওই সময়ে। কারণ আমার বাবা গেমস ভিলেজের বাইরে বসে। এই অস্থায় ঘুমনো যায়?’’

দেখুন ভিডিও:

গর্ব: সমাপ্তি অনুষ্ঠানে পতাকা নিয়ে মেরি কম। ছবি: পিটিআই

তাঁর বাবাকে গেমস ভিলেজে থাকার অনুমতি না দিলে তিনি কমনওয়েলথ গেমস থেকে নিজেকে সরিয়ে নেবেন— সাইনার এই হুমকিতে বিতর্কের সৃষ্টি হয়েছিল। যা নিয়ে সাইনা বলেন, ‘‘আমি যে লড়াই করেছিলাম, সেটা অনেকেরই পছন্দ হয়নি। বলতে পারেন, আমার বাবার জন্য কেন আমি লড়ব না?’’ একই সঙ্গে সমালোচকদেরও এক হাত নিয়েছেন সাইনা। বলেছেন, ‘‘ভারতে একশো জিনিস নিয়ে চর্চা হয়। আমি যদি হারি, তা হলে বলা শুরু হবে, ‘এই তো সাইনা হেরে গেল। ওর বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে। সাইনার এখন অবসর নিয়ে নেওয়া উচিত।’ আমাকে নিয়ে একশো কথা লেখা হবে। কিন্তু সিন্ধুর ক্ষেত্রে সব ঠিক আছে। কারণ ও তো এখনও উঠে আসছে।’’

মেয়েদের সিঙ্গলসে সোনা আর রুপো জেতার পরে পুরুষদের সিঙ্গলসেও সোনা জেতার সুযোগ ছিল ভারতের। তবে সদ্য বিশ্বের এক নম্বর হওয়া কিদম্বি শ্রীকান্ত সেই সুযোগ নিতে পারলেন না। তিনি ১৯-২১, ২১-১৪, ২১-১৪ হারলেন মালয়েশিয়ার লি চিং উয়েইয়ের বিরুদ্ধে। স্কোয়াশে দীপিকা পাল্লিকল এবং জোৎস্না চিনাপ্পাও রুপো পেলেন। গত বারের চ্যাম্পিয়ন দীপিকারা ফাইনালে হারেন নিউজিল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে।

Indian CWG team Commonwealth Games 2018 Badminton Saina Nehwal P V Sindhu Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy