রবিবার কোর্টে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পি ভি সিন্ধু। কিন্তু কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনের ফাইনালে ওঠার পথে সামনে আরও বাধা পড়েছিল সাইনা নেহওয়ালের। সব কিছু জয় করে ব্যাডমিন্টন সিঙ্গলসে সেরার মুকুট মাথায় পরে সাইনা বলছেন, ‘‘অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকের পাশেই রাখব কমনওয়েলথ গেমসের এই সোনা।’’
চোট, ক্লান্তি, বিতর্ক— কমনওয়েলথ গেমসের শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়েছিলেন সাইনা। বিশেষ করে তাঁর বাবা, হরবীর সিংহের গেমস ভিলেজে থাকা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সাইনার হুমকির সামনে সেই সমস্যার সমাধান হয়। ফাইনালে সিন্ধুকে ২১-১৮, ২৩-২১ গেমে হারানোর পরে আবার সেই প্রসঙ্গ ওঠে সাইনার সাংবাদিক বৈঠকে। যা নিয়ে সাইনা বলেন, ‘‘আমার বাবার জন্য আমি সব সময় লড়াই করতে প্রস্তুত।’’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা যায় সাইনাকে।
শুধু সংবাদমাধ্যমেই নয়, জ্বালা গুট্টার মতো ব্যাডমিন্টন খেলোয়াড়ও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পুরো ঘটনায় যে তিনি যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন, তা পরিষ্কার হয়ে যাচ্ছে সাইনার কথায়। ‘‘আমি খুব বিব্রত ছিলাম। দু’দিন ঘুমোতে পর্যন্ত পারিনি। আমার বাবা গেমস ভিলেজের বাইরে বসে থাকত। ডাইনিং হলে পর্যন্ত ঢুকতে পারত না। রজার ফেডেরার বলে থাকে, ও ১০-১২ ঘণ্টা ঘুমোয়। আমি সেখানে আধ ঘণ্টাও ঘুমোতে পারিনি ওই সময়ে। কারণ আমার বাবা গেমস ভিলেজের বাইরে বসে। এই অস্থায় ঘুমনো যায়?’’