Advertisement
১৯ মে ২০২৪

আই লিগ টিম নিয়ে সিদ্ধান্ত আজ

দ্বিতীয় ডিভিশনের টিম, যারা আই লিগে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তাদের ভাগ্যের শিকে এ বার ছিঁড়তেও পারে। কী ভাবে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:১৬
Share: Save:

দ্বিতীয় ডিভিশনের টিম, যারা আই লিগে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তাদের ভাগ্যের শিকে এ বার ছিঁড়তেও পারে। কী ভাবে? যদি দরপত্র জমা দেওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টিমের কেউই ঠিকঠাক শর্ত পূরণ না করে থাকে, সে ক্ষেত্রে নাকি দ্বিতীয় ডিভিশন থেকে টিম এনে আই লিগে খেলানো হতে পারে। এমনই দাবি করছেন আই লিগের সিইও সুনন্দ ধর। দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘আমাদের যদি পাঁচটা দলকেই মনে হয় ঠিকঠাক বিড করেছে, তবে ওই পাঁচ দলই আই লিগ খেলবে। আবার উল্টোটা হলে পাঁচ দলই বাদ যেতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় ডিভিশন থেকে টিম নেওয়ার কথা ভাবব। কারণ ন’টা দলের কমে আমরা আই লিগ করব না।’’

রবিবার সকাল ১১টায় বিড খোলার কথা। গোয়া, পঞ্জাব, দিল্লি, চেন্নাই, মণিপুর থেকে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি টিম দরপত্র জমা দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE