ডে’ভিলিয়ার্স
• টসের আগেই খেলাটা শুরু করে দিতে হবে। টিম ম্যানেজমেন্টের কাজ হল কিউরেটরের সঙ্গে কথা বলে সেই উইকেটটা চাওয়া, যেখানে শনিবারের ম্যাচটা হয়েছিল। অর্থাৎ, যেখানে বল টার্ন করবে, স্পিনাররা সুবিধা পাবে। ডে’ভিলিয়ার্স এই ধরনের পিচে অতটা স্বচ্ছন্দে খেলতে পারে না।
• এবিডি-কে চাপে ফেলতে পারে লেগ স্পিনাররা। গত কয়েকটা ম্যাচে ওর আউট দেখে অন্তত সে রকমই মনে হয়েছে। তাই ও ব্যাট করতে নামলে ওর পিছনে লেগ স্পিনার লাগিয়ে দাও। পীযূষ চাওলার বলে ও চার বার আউট হয়েছে। চাওলা তো থাকবেই। বাঁ হাতি স্পিনার সাকিবকেও কাজে লাগানো যায়।