Advertisement
E-Paper

অবনমনে চলে যাওয়া আইজলকে ফেরানো হচ্ছে

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো ভারতে আসছেন। সোমবার বেশি রাতে তিনি গোয়ায় পা রাখলে কী ভাবে অভ্যর্থনা জানানো হবে, তা নিয়ে ঘুম ছুটেছে ফেডারেশন কর্তাদের। আজ মঙ্গলবার রাতে জুরিখ ফিরে যাওয়ার আগে ভারতে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের লোগো উদ্বোধন করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১১

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো ভারতে আসছেন। সোমবার বেশি রাতে তিনি গোয়ায় পা রাখলে কী ভাবে অভ্যর্থনা জানানো হবে, তা নিয়ে ঘুম ছুটেছে ফেডারেশন কর্তাদের। আজ মঙ্গলবার রাতে জুরিখ ফিরে যাওয়ার আগে ভারতে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের লোগো উদ্বোধন করবেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন করে তৈরি লোগোও প্রকাশ করার কথা বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের। করবেন সাংবাদিক সম্মেলনও।

ফিফা প্রেসিডেন্টের উপস্থিতিতে যুব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার এই আবহের মধ্যেই অবশ্য এ দেশের ফুটবল কর্তারা একটি হাস্যকর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সোমবারের কর্মসমিতির সভায়। গতবারের নেমে যাওয়া আইজল এফসিকে ফের খেলার সুযোগ করে দেওয়া হল আই লিগে। দ্বিতীয় ডিভিশনে নয়, আইজল গতবারের মতোই বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গেই খেলবে জহর দাসের দল। যে সুযোগ মহমেডানকে দেওয়া হয়নি।

শুধু তাই নয়, আইএসএলের জমকালো উপস্থিতির ধাক্কায় ক্লিশে হয়ে যাওয়া আই লিগকে বাঁচাতে ফের নতুন ফ্র্যাঞ্চাইজি ক্লাব নেওয়ার জন্য দরপত্র বাজারে ছাড়ছে ফেডারেশন। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল এ দিন পানাজিতে সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা দশ দলের আই লিগ করতে চাইছি। নতুন ক্লাবের জন্য কিছু দিনের মধ্যেই বিজ্ঞাপন দেওয়া হবে।’’ কেন হঠাৎ নেমে যাওয়া আইজলকে ফেরানোর সিদ্ধান্ত হল? ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘সালগাওকর দল তুলে নেওয়ায় আট দলের লিগ হয়ে যাচ্ছিল। গোয়ার টিমের জায়গায় তাই আইজলকে নেওয়া হল। তা ছাড়া ওরা ফেড কাপের রানার্স।’’ এ দিনের সভায় ঠিক হয়, সন্তোষ ট্রফি শেষ হবে সামনের বছর ১০ জানুয়ারির মধ্যে। সন্তোষ করতে চাইছে অসম। তাদের আবেদন করতে বলা হয়েছে। আইএসএল শেষ হচ্ছে ২০ ডিসেম্বর। তারপরই আই লিগ শুরু হবে ৭ জানুয়ারি থেকে।

ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো পানাজিতে পা দেওয়ার আগেই ফেডারেশন কর্তারা তাঁকে মঙ্গলবারের গোলটেবিল বৈঠকে কী বলা হবে তা নিয়ে আলোচনায় বসেছিলেন এ দিন। সেখানে ঠিক হয়, প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল মূলত আসন্ন যুব বিশ্বকাপে বিভিন্ন টিমের বয়স ভাঁড়ানোর প্রসঙ্গ তুলবেন। ফেডারেশনের এক কর্তা ফোনে পানাজি থেকে বললেন, ‘‘আফ্রিকার দেশগুলো বয়সভিত্তিক টুনার্মেন্টগুলোতে বয়স ভাঁড়িয়ে খেলে। সেটা যাতে আমাদের এখানে না হয় সেটা প্রফুল্ল পটেল তুলে ধরবেন ফিফা প্রেসিডেন্টের কাছে।’’

Aizal FC I League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy