Advertisement
E-Paper

ওয়ান ডে স্টাম্পিংয়ে বিশ্বের প্রথম সেঞ্চুরিয়ান ধোনি

২০১৫তে অবসর নেওয়া সাঙ্গাকারার স্টাম্পিংয়ের সংখ্যা ছিল ৯৯। খেলেছিলেন ৪০৪টি ম্যাচ। আর ধোনি তাঁকে ছুঁয়েছিলেন ৩০১টি ম্যাচে দানুষ্কা গুনাথিলাকাকে প্যাভেলিয়নে পাঠিয়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫০
১০০তম স্টাম্পিংটি করছেন এমএস ধোনি। ছবি: রয়টার্স।

১০০তম স্টাম্পিংটি করছেন এমএস ধোনি। ছবি: রয়টার্স।

আবার রেকর্ডে মহেন্দ্র সিংহ ধোনি। এ বার উইকেটের পিছনে দাঁড়িয়েও সেঞ্চুরি করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন ১০০ স্টাম্পিংয়ের মাইল স্টোন। আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে ১০০ স্টাম্পিং করে ফেললেন তিনি। পঞ্চম ওয়ান ডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে যুজবেন্দ্র চাহালের বলে আকিলা দননজয়ার বেল ছিটকেই সেঞ্চুরিটি সারলেন মাহি। দ্বিতীয় ওডিআই খেলতে নেমেছিলে ৯৮টি স্টাম্পিং নিয়ে। শ্রীলঙ্কারই কুমার সঙ্গাকারার থেকে একটি পিছিয়ে থেকে। ২০১৫তে অবসর নেওয়া সঙ্গাকারার স্টাম্পিংয়ের সংখ্যা ছিল ৯৯। খেলেছিলেন ৪০৪টি ম্যাচ। আর ধোনি তাঁকে ছুঁয়েছিলেন ৩০১টি ম্যাচে দানুষ্কা গুনাথিলাকাকে প্যাভেলিয়নে পাঠিয়ে। বল করছিলেন সেই যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন

ক্রীড়ামন্ত্রক এ বার ক্রীড়াবিদের হাতে

হরভজনের ভিডিও পোস্টে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া

ভারতীয়দের মধ্যে তিনি এতটাই এগিয়ে যে তাঁকে ছোঁয়া মুশকিল। তাঁর অনেকটা পিছনে ৪৪টি স্টাম্পিং নিয়ে রয়েছেন নয়ন মোঙ্গিয়া। ব্যাটের মতই গ্লাভস হাতেও তিনিই বস। যা আবারও প্রমাণ করে তিনিই সেরা উইকেট কিপার।

সর্বোচ্চ স্টাম্পিংয়ের তালিকায় যাঁরা আছেন

নাম

স্টাম্পিং

ম্যাচ

এমএস ধোনি (ভারত)

১০০

৩০১

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

৯৯

৪০৪

রমেশ কালুভিথারানা (শ্রীলঙ্কা)

৭৫

১৮৯

মইন খান (পাকিস্তান)

৭৩

২১৯

অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)

৫৫

২৮৭

নয়ন মোঙ্গিয়া (ভারত)

৪৪

১৪০

মুশফিকুর রহিম (বাংলাদেশ)

৪০

১৭৬

ইয়ান হিলি (অস্ট্রেলিয়া)

৩৯

১৬৮

রশিদ লতিফ (পাকিস্তান)

৩৮

১৬৬

খালেদ মাসুদ (বাংলাদেশ)

৩৫

১২৬

Cricket Cricketer MS Dhoni Kumar Sangakkara এমএস ধোনি কুমার সাঙ্গাকারা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy