Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অশ্বিন আমাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে: ধোনি

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে এক ওভারের বেশি বল দেননি। তা নিয়ে মৃদু সমালোচনাও হয়েছে ক্রিকেটমহলে। কেউ আবার সম্পর্কে চিড়ের হদিশও পেয়েছেন এই ঘটনায়। এ বার সেই সব বিতর্ককে একেবারে হেলিকপ্টার শটে মাঠের বাইরে পাঠালেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৬:১১
Share: Save:

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে এক ওভারের বেশি বল দেননি। তা নিয়ে মৃদু সমালোচনাও হয়েছে ক্রিকেটমহলে। কেউ আবার সম্পর্কে চিড়ের হদিশও পেয়েছেন এই ঘটনায়। এ বার সেই সব বিতর্ককে একেবারে হেলিকপ্টার শটে মাঠের বাইরে পাঠালেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে রোহিত-হরভজনদের কার্যত উড়িয়ে ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। নতুন দল নিয়ে প্রথম ম্যাচেই চমকে দিয়েছেন ক্যাপ্টেন কুল। কিন্তু সেই ম্যাচে অশ্বিনকে মাত্র এক ওভার বল করান তিনি। যা নিয়ে শুরু হয় বিতর্ক। তবে কি দেশের সেরা অফস্পিনারের উপর থেকে ভরসা হারাচ্ছেন ক্যাপ্টেন? সেই বিতর্ককে উড়িয়ে দিয়ে ধোনি এ দিন বলেন, “অশ্বিন আমাকে অনেক কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। কাল বাকিরা এত ভাল বল করেছে যে, ওকে আমার প্রয়োজনই হয়নি। এটা নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই।”

আরও পড়ুন:
ওয়াংখেড়ের গর্জন থেমে গেল ২২ মিনিটে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Ravichandran Ashwin ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE