মারিয়া শারাপোভার মতো মহাতারকার ডোপ কলঙ্কিত হওয়া নিয়ে ক্রীড়া বিশ্বের হইচইয়ে প্রভাবিত নয় আইসিসি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকাই যে কোনও ক্রিকেটারকে যে কোনও সময় ডোপ পরীক্ষায় ডাকা হবে বলে জানিয়ে দেওয়া হল এ দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর এম ভি শ্রীধর অবশ্য বলেছেন, আইসিসি-র যে কোনও বড় টুর্নামেন্টেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করা হয়ে থাকে। এটা নতুন কিছু নয়। শ্রীধরের কথায়, ‘‘আমি এক বারও বলছি না সাম্প্রতিক ডোপ সংক্রান্ত ঘটনার জেরে এটা করা হচ্ছে। ২০১১ থেকেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করে আসছে আইসিসি।’’ তবে তিনি যোগ করেছেন, ‘‘ওয়াডার সঙ্গে আইসিসি যুক্ত নয় বলে ক্রিকেটারদের কোনও হোয়ারঅ্যাবাউটস ক্লজ সই করতে হয় না।’’