Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করার প্রস্তাব ওয়াডা কমিশনের

আগামী বছর কি রিও অলিম্পিকে অংশ নিতে পারবে রাশিয়া? সন্দেহ যথেষ্টই। কারণ, পারফরম্যান্স ভাল করার জন্য রাশিয়ায় ‘সরকারি মদতে’ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটদের ডোপ করানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ১৩:৩০
Share: Save:

আগামী বছর কি রিও অলিম্পিকে অংশ নিতে পারবে রাশিয়া?

সন্দেহ যথেষ্টই। কারণ, পারফরম্যান্স ভাল করার জন্য রাশিয়ায় ‘সরকারি মদতে’ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটদের ডোপ করানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তারই প্রেক্ষিতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)-র স্বশাসিত কমিশন অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশনের (আইএএএফ) কাছে। রাশিয়ার পাঁচ জন অ্যাথলিট ও পাঁচ রুশ কোচকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে।

ওয়াডা কমিশন বলেছে, শুধুই যে রুশ অ্যাথলেটিক ফেডারেশন (আরাফ) গোপনে তাদের অ্যাথলিটদের ডোপ করিয়েছে তা-ই নয়, তা ঢাকা-চাপা দেওয়ার জন্য ঘুষ দিয়েছে। এমনকী, পারফরম্যান্স ভাল করানোর জন্য যে অ্যাথলিটদের ডোপ করানো হয়েছে, তাঁদের কাছ থেকে তোলাও তুলেছে রুশ অ্যাথলেটিক ফেডারেশন। দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটদের ডোপ করানোর জন্য একটি বিশেষ কর্মসূচি নিয়েছিল ওই সরকারি রুশ ক্রীড়া সংস্থা।

ওই কড়া ব্যবস্থার নেওয়ার প্রয়োজন কেন, সেটাও মনে করিয়ে দিয়েছে ওয়াডা কমিশন। বলেছে, ডোপিংয়ের অভিযোগগুলি সম্পর্কে উদাসীন থেকে চার বছর আগে লন্ডন অলিম্পিকের আসর ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছিল।

আইএএএফ-এর প্রেসিডেন্ট লর্ড কোয়ে এ দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘ওয়াডা কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই সপ্তাহের শেষে রুশ অ্যাথলেটিক ফেডারেশনকে তা জানাতে বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সে সম্পর্কে রুশ অ্যাথলেটিক ফেডারেশনের কী কী বলার আছে। তার পর আইএএএফ ঠিক করবে, কী ব্যবস্থা নেওয়া হবে। তা আসন্ন অলিম্পিকের আসর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। হতে পারে কোনও সাময়িক শাস্তিমূলক ব্যবস্থা। কত দিনের মধ্যে সেটা হবে, বলতে পারছি না। তবে আমার যা করণীয়, তা করার যথাসাধ্য চেষ্টা করব।’’

ওয়াডা কমিশনের চেয়ারম্যান ডিক পাউন্ড বলেছেন, ‘‘যদি আমাদের সুপারিশ পুরোপুরি মনে নেওয়া হয়, তা হলে রিও’য় আসন্ন অলিম্পিকের আসরে আমরা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও রুশ অ্যাথলিটকে দেখতে পারব না।’’

দ়ৃশ্যতই নমনীয় রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুৎকো বলেছেন, ‘‘সুপারিশগুলি খতিয়ে দেখে আমরা যা করণীয়, তা করব।’’ আর ওয়াডা কমিশন যাদের কাঠগড়ায় তুলেছে, সেই রুশ অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান ভাদিম ঝেলেচেনকের মন্তব্য, ‘‘আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করার অধিকারটা ওয়াডা কমিশনকে কে দিল?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rio olympics russia athletics federation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE