Advertisement
১৫ মে ২০২৪

লিগের পরেই ফিনল্যান্ডে ডুডু

ইস্টবেঙ্গল-সাদার্ন ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে হঠাৎই চাঞ্চল্য! রবিবারের ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে দিনভর চলল চাপানউতোর! সাদার্ন সমিতির ফুটবলাররা হঠাৎ করেই রবিবার ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে বেঁকে বসেন। বিশ্বস্ত সূত্রের খবর, দীর্ঘ দিন ফুটবলাররা বেতন পাচ্ছেন না। সে জন্য ফুটবলাররা কেউই মাঠে নামতে রাজি হচ্ছেন না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪১
Share: Save:

ইস্টবেঙ্গল-সাদার্ন ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে হঠাৎই চাঞ্চল্য!

রবিবারের ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে দিনভর চলল চাপানউতোর!

সাদার্ন সমিতির ফুটবলাররা হঠাৎ করেই রবিবার ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে বেঁকে বসেন। বিশ্বস্ত সূত্রের খবর, দীর্ঘ দিন ফুটবলাররা বেতন পাচ্ছেন না। সে জন্য ফুটবলাররা কেউই মাঠে নামতে রাজি হচ্ছেন না। স্বভাবতই শনিবার মাঝরাত পর্যন্ত সাদার্নের ম্যাচ খেলা নিয়ে চলে তীব্র জটিলতা। এই বিষয়ে বিস্তারিত জানতে ক্লাব কর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁরা কেউই ফোন ধরেননি। কোচ রঘু নন্দী শুধু বললেন, “এই খবর আমিও বাইরে থেকেই শুনেছি। কিন্তু বিস্তারিত কিছু জানি না। সকালে সবাই ঠিকঠাক প্র্যাকটিস করেছে। তখন এ রকম কিছুই শুনিনি।”

আইএফএ-কে অবশ্য রাত পর্যন্ত সাদার্নের তরফ থেকে কেউ কিছুই জানায়নি। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ওদের নিজেদের ভেতরের কিছু সমস্যা হবে। মনে হয়, ওরা সেটা মিটিয়ে নেবে। ম্যাচ বন্ধ হওয়ার কোনও কারণ দেখছি না। তা ছাড়া ম্যাচ খেলতে পারবে না বলে সাদানের্র তরফ থেকে কেউ কিছু আমাকে জানায়নি।” ইস্টবেঙ্গলের ফুটবল-সচিব সন্তোষ ভট্টচার্যও বললেন, “ম্যাচ হবে না বলে আমাদের কাছেও কোনও খবর নেই।”

এ দিকে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টালিগঞ্জ অগ্রগামী। কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে লাল-হলুদকে বাকি সব ম্যাচ জিততে হবে। হারাতে হবে সুব্রত ভট্টাচার্যের টালিগঞ্জকেও। কিন্তু এ সব নিয়ে ভেবে নিজেদের চাপ বাড়াতে রাজি নন লাল-হলুদ কোচ, ফুটবলার, কর্মকর্তা কেউই। শনিবার সকালে ইস্টবেঙ্গলের অনুশীলনে গিয়ে দেখা গেল, সবাই বেশ খোলামেলা মেজাজে রয়েছেন। কোচ আর্মান্দো কোলাসোও মাত্র এক ঘণ্টা অনুশীলন করান। তার পর র্যান্টি-ডুডুরা যে যাঁর মতো জিম করেন। লাল-হলুদ কতার্রা তো চাপ নেওয়ার বদলে টালিগঞ্জ অগ্রগামীর এই উত্থানকে পাল্টা কুর্নিশ জানাচ্ছেন। সন্তোষবাবু বললেন, “টালিগঞ্জের এই লড়াইকে সত্যি বাহবা দিতে হয়। ছোট ক্লাবগুলো এ ভাবে উঠে আসলে তো ফুটবলের জন্য ভাল।” পাশাপাশি অবশ্য জানাতে ভুললেন না, “তবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার এত কাছে পৌঁছিয়ে আমরাও ট্রফি হাতছাড়া করতে চাই না।”

এ দিকে কলকাতা লিগের পরই ফিনল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন ডুডু ওমাগবেমী। মাঝে অবশ্য অনেকটা সময় কোনও টুনার্মেন্ট থাকবে না। আগের আর্মি একাদশ ম্যাচে হ্যাটট্রিক করা নাইজিরিয়ান স্ট্রাইকার এ দিন অনুশীলনের পর বললেন, “আমার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। সে জন্য কলকাতা লিগের পর আমি ফিনল্যান্ডে যাব।” যদিও ডুডুর ফিনল্যান্ডের যাওয়ার বিষয়ে কর্তাদের কাছে কোনো তথ্য নেই বলেই দাবি করলেন ফুটবল-সচিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE