আই লিগের প্রথম ম্যাচে ড্র করলেও, শেষ পঁচিশ সেকেন্ডের সৌজন্যে হঠাৎ-ই পুরো পয়েন্টের ক্ষীণ আশা তৈরি হল ইস্টবেঙ্গলে।
ঘটনা হল, শেষ পঁচিশ সেকেন্ড ভুল করে আইজল এফসি-র বারো জন ফুটবলার নেমে পড়েন ম্যাচে। একজন ফুটবলার অসুস্থ হয়ে বাইরে বেরিয়ে যান। পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে পড়েন আর এক জন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই অসুস্থ ফুটবলারও মাঠে নেমে পড়েন। যা মেনেও নিলেন আইজল কোচ খালিদ জামিল। বললেন, ‘‘আমাদের বারো জন ফুটবলারই মাঠে ছিল। কিন্তু ওটা একটা ভুল বোঝাবুঝিতে হয়ে গিয়েছে।’’
ইস্টবেঙ্গল দেরি করেনি। ম্যাচ শেষ হতেই গোটা বিষয়টা জানিয়ে ম্যাচ কমিশনারকে অভিযোগ করে তারা। এবং দাবি তোলে, পুরো তিন পয়েন্টের। এখন প্রশ্ন এই দাবি কি আদৌ ন্যায্য? প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ বলেন, ‘‘এটা সংশ্লিষ্ট ক্লাবের দোষের মধ্যেই পড়ে। পরে দেখা হবে রেফারিদের কোনও ভুল ছিল কি না। এখন তিন পয়েন্ট কাটা হবে না জরিমানা, সেটা শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেবে।’’