Advertisement
১৬ মে ২০২৪

মর্গ্যানের দাবিতে ডংকে ছেঁটে দিল লাল-হলুদ

আই লিগে লাল-হলুদ জার্সি পরে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল ডু ডংয়ের! কারণ, তাঁকে একেবারেই না-পসন্দ ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। লাল-হলুদ কোচ আই লিগের জন্য তাঁর ফুটবলারদের যে‌ তালিকা বানিয়েছেন, তাতে ডংয়ের নাম নেই। কর্তাদের সে কথা জানিয়েও দিয়েছেন ব্রিটিশ কোচ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৪:০৭
Share: Save:

আই লিগে লাল-হলুদ জার্সি পরে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল ডু ডংয়ের!

কারণ, তাঁকে একেবারেই না-পসন্দ ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। লাল-হলুদ কোচ আই লিগের জন্য তাঁর ফুটবলারদের যে‌ তালিকা বানিয়েছেন, তাতে ডংয়ের নাম নেই। কর্তাদের সে কথা জানিয়েও দিয়েছেন ব্রিটিশ কোচ। মঙ্গলবার ওয়েডসনকে সই করানোর পর ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলে দেন, ‘‘মর্গ্যান আই লিগে কোনও ভাবেই ডংকে সই করাতে রাজি নন। ডংয়ের নাম তাই আমাদের আই লিগের টিম লিস্টে নেই। আমরা চাইছি গোল্ডেন হ্যান্ডশেক করে ডংকে ছেড়ে দিতে।’’

কিন্তু আগামী মে মাস পর্যন্ত তো ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে এই দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডারের? জবাবে সন্তোষবাবু বললেন, ‘‘সে জন্য ডংয়ের এজেন্টকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু তিনি আসছেন না। ডং যদি সামনের বছরের মে মাস পর্যন্ত এখানে বসে থেকে বেতন নিতে চায়, সেটা ওর ব্যাপার। তবে কোচ যখন চাইছেন না, তখন আই লিগের জন্য ওর নাম নথিভুক্ত করা হবে না।’’ গত মরসুমে কলকাতায় আসেন ডং। তার আগে নর্থ-ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন। ময়দানে এসেই কলকাতা লিগের ডার্বিতে অসাধারণ জোড়া গোল করে লাল-হলুদ সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। কিন্তু গত আই লিগ থেকেই তাঁর পারফরম্যান্সের গ্রাফ দ্রুত পড়তে থাকে। তবু এই মরসুমে ডংকে রেখে দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু এ বার কলকাতা লিগেও তিনি হতাশ করেন দলকে।

ডংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও বাকি তিন বিদেশি কাকে নেওয়া হবে তা এখনও ইস্টবেঙ্গলে ঠিক হয়নি। আইএসএল খেলা কোনও ডিফেন্ডারকে মর্গ্যানের পছন্দ হলে তাঁকে নেওয়া হবে। ফুটবল সচিব বললেন, ‘‘এ মাসেই বাকি তিন বিদেশি ঠিক করে ফেলব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Du Dong Hyun East Bengal I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE