Advertisement
E-Paper

অল-উইন রেকর্ড নিয়েই সাতে সাত ইস্টবেঙ্গলের

এই এরিয়ানের কাছে শেষ ম্যাচে হেরেই কয়েক বছর আগে হাতছাড়া হয়েছিল লিগের অপরাজিত রেকর্ড। এ বারও শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ছিল ঘর শত্রু এরিয়ান। বারাসত স্টেডিয়ামে সেই এরিয়ানকে হারিয়েই লিগে অল-উইন রেকর্ড করে ফেলল ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩০
ইস্টবেঙ্গলে জয়ের উল্লাস। -ফাইল চিত্র।

ইস্টবেঙ্গলে জয়ের উল্লাস। -ফাইল চিত্র।

ইস্টবেঙ্গল ১ (আদিলেজা)

এরিয়ান ০

এই এরিয়ানের কাছে শেষ ম্যাচে হেরেই কয়েক বছর আগে হাতছাড়া হয়েছিল লিগের অপরাজিত রেকর্ড। এ বারও শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ছিল ঘর শত্রু এরিয়ান। বারাসত স্টেডিয়ামে সেই এরিয়ানকে হারিয়েই লিগে অল-উইন রেকর্ড করে ফেলল ইস্টবেঙ্গল। এই নিয়ে তিনবার। যদিও শেষ ম্যাচ খেলার আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও ছিল রেকর্ডের। তাই হয়তো পুরো একশো শতাংশ দিয়েই লড়াই চালিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কোনও কোচই ছিলেন না। প্রাক্তন গোলকিপার অভিজিৎ মণ্ডল এ দিন ছিলেন ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায়। তাঁর কোচিংয়ের লেখা হল ইস্টবেঙ্গলের অল-উইন রেকর্ডের ম্যাচ।

রবিবার প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। এরিয়ানের সামনেও ছিল অবনমন বাঁচানোর ম্যাচ। যদিও জয় এল না। ইস্টবেঙ্গল ১-০ গোলে জিতে লিগ শেষ করল এ বারের মতো। ২৩ মিনিটে আদিলেজার গোলেই বাজিমাত ইস্টবেঙ্গলের। বাঁ দিক থেকে লালরিনডিকার পাসে আদিলেজার হেড গোলে জেতেই জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু এক গোলের ব্যবধান আর ৬৭ মিনিটেও বাড়াতে পারেননি মেহতাবরা। প্রথমার্ধের শেষে আদিলেজার পাস থেকে ডিকা নিশ্চিত গোল মিস না করলে ফল তখনই ২-০ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের খেলায় কোনও পক্ষই গোলমুখি আক্রমণ তেমনভাবে তুলে আনতে পারেনি। কাউন্টার আক্রমণে এরিয়ানকে বার কয়েক উঠতে দেখা গেল। শেষ বেলায় ১৮ গজ বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও গোলে রাখতে পারল না এরিয়ান। কাজিমের ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এর পর আর কোনও পক্ষই গোলের সামনে নিজেদের দক্ষতা দেখাতে পারেনি।

আরও খবর

মহমেডানের কাছে হেরেই লিগ শেষ করল মোহনবাগান

Enjoy the new taste of durga puja festival in Ananda Utsav.

east bengal Arien club Kolkata league 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy