Advertisement
২৩ মে ২০২৪

সন্তোষকে বয়কটের ভাবনা ইস্টবেঙ্গলের

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল! শুধু তাই নয়। সন্তোষ কুমার রেফারি থাকলে সেই ম্যাচ বয়কটের ভাবনাও শুরু লাল-হলুদ শিবিরে!

বিতর্ক: রেফারির সন্তোষ কুমারের বিরুদ্ধে ক্ষোভ ইস্টবেঙ্গলের।

বিতর্ক: রেফারির সন্তোষ কুমারের বিরুদ্ধে ক্ষোভ ইস্টবেঙ্গলের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:৪৫
Share: Save:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল! শুধু তাই নয়। সন্তোষ কুমার রেফারি থাকলে সেই ম্যাচ বয়কটের ভাবনাও শুরু লাল-হলুদ শিবিরে!

ইস্টবেঙ্গল বনাম চার্চিল ব্রাদার্স ম্যাচকে কেন্দ্র করে চব্বিশ ঘণ্টা আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত স্টেডিয়াম। হারের পর রেফারি সন্তোষ কুমার-কে হেনস্থা করার অভিযোগ ওঠে লাল-হলুদের সহকারী কোচ ওয়ারেন হ্যাকেটের বিরুদ্ধে। বুধবারই তাঁকে শো-কজ করেছে ফেডারেশন।

হ্যাকেট-কে সমর্থন না করলেও ইস্টবেঙ্গল শিবিরে যাবতীয় ক্ষোভ রেফারির বিরুদ্ধে। এ দিন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলে দিলেন, ‘‘হ্যাকেটের আচরণ সমর্থনযোগ্য নয়। কিন্তু আমাদের প্রশ্ন, রেফারির বিরুদ্ধে কেন ফেডারেশন ব্যবস্থা নেবে না?’’ এখানেই না থেমে তিনি যোগ করেন, ‘‘হ্যাকেটের শো-কজের জবাবের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও চিঠি দিয়েছি আমরা। এ ছাড়াও ক্লাবের কার্যকর সমিতির বৈঠকে প্রস্তাব দেব, সন্তোষ কুমারকে দায়িত্ব দিলে ম্যাচ না খেলার সিদ্ধান্ত যেন নেওয়া হয়।’’

রেফারির বিরুদ্ধে ক্ষোভের কারণ কী? ইস্টবেঙ্গল শিবিরের দাবি, মঙ্গলবার চার্চিলের বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি দেননি সন্তোষ কুমার। ক্ষুব্ধ লাল-হলুদ কর্তা বললেন, ‘‘গত কয়েক বছর ধরেই সন্তোষ কুমারের ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল। ওঁর বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন আমাদের মনে সংশয় তৈরি হয়েছে।’’

সন্তোষ কুমার অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য রাজি নন। বললেন, ‘‘আমি ম্যাচ রিপোর্ট জমা দিয়ে দিয়েছি। এ বার ফেডারেশন সিদ্ধান্ত নেবে।’’ সূত্রের খবর, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কড়া রিপোর্ট জমা দিয়েছেন রেফারি ও ম্যাচ কমিশনার। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে লাল-হলুদের। আই লিগের চিফ এগজিকিউটিভ অফিসার সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘শো-কজের জবাব পেয়েছি। আর সন্তোষ কুমারের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের অভিযোগ পাঠিয়ে দিয়েছি রেফারিং বিভাগের প্রধান গৌতম করের কাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Santosh Kumar East Bengal I League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE