বাগানের ব্রাজিলীয় ফিজিক্যাল ট্রেনার লুই গার্সিয়ার দিকে হাত বাড়াল ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে প্রাথমিক কথা শুরু হয়ে গেল। বাগানের সঙ্গে চুক্তি থাকায় গার্সিয়া সরকারি ভাবে কিছু স্বীকার করতে চাননি। শুধু বললেন, ‘‘এ ব্যাপারে আমাকে কিছু প্রশ্ন করবেন না। নো কমেন্টস।’’ ইউনাইটেড স্পোর্টসের আর্থিক অচলাবস্থার জন্য দেশে ফিরে যান গার্সিয়া। সুভাষ ভৌমিক গত মরসুমের শুরুতে বাগানের টিডি হয়ে আসার পর তাঁকে নিয়ে এসেছিলেন। চলতি মরসুমে সনি নর্ডিদের এই সাফল্যের পিছনে তাঁর অনেক অবদান। আগামী মরসুমে ইস্টবেঙ্গলের কোচ বা ম্যানেজার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সুভাষ ভৌমিক। জানা গিয়েছে, সুভাষই নাকি চাইছেন গার্সিয়াকে।