Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Andres Iniesta

‘বিদায় গ্রেটস’, চোখের জলে তিন তারকার নতুন স্বপ্ন শুরু

কয়েক সেকেন্ডের বিরতি। গ্যালারিতে জ্বলে উঠল হাজার ‘জোনাকি’র আলো। ‘বিদায় ইনিয়েস্তা’ গেয়ে উঠল গোটা গ্যালারি।

আর দেখা যাবে না জাভি থেকে ইনিয়েস্তা হয়ে মেসি... গোওওওওওওল। শেষ ম্যাচে শেষে ইনিয়েস্তাকে কোলে তুলে নিল গোটা দল। ছবি টুইটার থেকে।

আর দেখা যাবে না জাভি থেকে ইনিয়েস্তা হয়ে মেসি... গোওওওওওওল। শেষ ম্যাচে শেষে ইনিয়েস্তাকে কোলে তুলে নিল গোটা দল। ছবি টুইটার থেকে।

সুচরিতা সেন চৌধুরী
শেষ আপডেট: ২১ মে ২০১৮ ১৩:১৩
Share: Save:

হঠাৎই আঁধারে ঢেকে গেল গোটা স্টেডিয়াম। ঘুটঘুটে অন্ধকার।

খেলা সবে শেষ হয়েছে। মেসি-ইনিয়েস্তারা তখনও মাঠ ছাড়েননি।

কয়েক সেকেন্ডের বিরতি। গ্যালারিতে জ্বলে উঠল হাজার ‘জোনাকি’র আলো। ‘বিদায় ইনিয়েস্তা’ গেয়ে উঠল গোটা গ্যালারি। সঙ্গে বার্সেলোনার জয়ধ্বনী। জোনাকির আলো আস্তে আস্তে বড় হল। বাজল ডিজে, নানা অনুষ্ঠান। আলোর খেলা গোটা স্টেডিয়াম জুড়ে। তার মধ্যেই কোথায় লুকিয়ে থাকল আন্দ্রে ইনিয়েস্তার বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ। কুটিনহো গোল করে দলকে জিতিয়েই ইনিয়েস্তাকে বিদায় জানালেন।

চোখে জল চিক চিক করছিল। দু’বার নিজের অজান্তেই চোখটা বুজলেন। ছবি টুইটার থেকে।

আলোটা নিভে যাওয়ার ঠিক আগে, ক্যামেরায় যখন রিজার্ভ বেঞ্চে একা বসেছিলেন ইনিয়েস্তা, চোখে জল চিক চিক করছিল। দু’বার নিজের অজান্তেই চোখটা বুজলেন। দীর্ঘ দিনের তৈরি জমিটাকে যে নিজের ইচ্ছেতেই বিদায় জানাচ্ছেন, তাই আবেগটাকেও যেন হজম করার চেষ্টা করলেন। মাঠে থাকলেন ৮৪ মিনিট। যত ক্ষণ থাকলেন, গোলের বল বাড়ানোর জন্য ছটফট করতে দেখা গেল মাঝ মাঠের এই শিল্পীকে। লিও মেসির এক খুঁটি জাভি আগেই বিদায় নিয়েছিলেন। এ বার বিদায় ইনিয়েস্তার। তাই হয়তো মাঠে দীর্ঘ দিন পর আবার দেখা গেল জাভিকে। তিনিই মেসির হাতে ট্রফি তুলে দিলেন। মেসি কি একা হয়ে গেলেন? হয়তো বড্ড বেশি-ই একা!

আর দেখা যাবে না জাভি থেকে ইনিয়েস্তা হয়ে মেসি... গোওওওওওওল। মেসি আরও গোল করবেন বার্সার হয়ে, কিন্তু ধারাভাষ্যে এই নামগুলো আর এ ভাবে শোনা যাবে না। ইনিয়েস্তা তো বলেই দিয়েছেন, কখনও খেলবেন না বার্সেলোনার বিরুদ্ধে। লা লিগা আগেই জিতে গিয়েছিল বার্সেলোনা। আজ নিয়মরক্ষার ম্যাচে শেষ হল মরসুম। নতুন প্রস্তুতি শুরু হবে। হয়তো মেসিকে পিছন থেকে বল বাড়াবেন অন্য কেউ। কিন্তু, ইনিয়েস্তারা থেকে যাবেন বার্সেলোনার হয়ে মেসির সব ম্যাচে। এই ক্যাম্প ন্যুতে।

আরও পড়ুন
সালাহ দুরন্ত, মেসিদের সঙ্গে তুলনাও শুরু

আর এই ইনিয়েস্তার বিদায়ের মধ্যেই হারিয়ে গেল বিশ্ব ফুটবলের আরও একটা দীর্ঘ দিনের সম্পর্ক শেষের কাহিনি। তিনিও খেলে ফেললেন তাঁর শেষ ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। অধিনায়ক, ক্লাবের হয়ে ৪০৪ ম্যাচ ১২৮ গোলের মালিক ফার্নান্দো টোরেস ক্লাবকে বিদায় জানালেন দু’গোলের সঙ্গে। শেষ ম্যাচটা ড্র হল ঠিকই, কিন্তু তাতেও থেকে গেল টোরেসের বিদায় বেলার ক্লাবকে উপহার দেওয়া জোড়া গোল। গত এপ্রিলেই ঘোষণা করে দিয়েছিলেন ক্লাবকে বিদায় জানাচ্ছেন। সত্যিই যখন সেই সময়টা এল, তখন ইনিয়েস্তার মতো চোখের কোণ বার বার মুছতে দেখা গেল টোরেসকে।

ফার্নান্দো টোরেস ক্লাবকে বিদায় জানালেন দু’গোলের সঙ্গে। ছবি টুইটার থেকে।

ম্যাচ শেষ কেউ মাঠ ছাড়লেন না। টোরেসের হাতে তাঁরই ৯ নম্বর জার্সি ফ্রেম বন্দি করে তুলে দিলেন গাবি। মাঠের মাঝেই সেই ফ্রেম হাতে মাথা নিচু করে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকলেন। পুরো দল খেলল জার্সিতে টোরেসের নাম লাগানো স্টিকার লাগিয়ে। শিন প্যাডে খোদাই করা সেই ছোটবেলার টোরেসের মুখ। বাচ্চা ছেলে থেকে লিজেন্ড হয়ে ওঠা টোরেসের জন্য গ্যালারির প্রতিটি মানুষের চোখও জলে ভরে উঠল। সন্তানদের নিয়ে মাঠে এসে পোজ দিলেন টোরেস। এটাই তো শেষ এই জার্সিতে।

জিয়ানলুইগি বুঁফো। এ যেন বিদায়ের পালা চলছে। ছবি টুইটারের সৌজন্যে।

দু’দিন আগেই জুভেন্তাসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছেন জিয়ানলুইগি বুঁফো। এ যেন বিদায়ের পালা চলছে। চলছে স্বেচ্ছ্বায় দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ। তবুও কোথাও যেন কাছের, ভীষণ কাছের মানুষদের ছেড়ে যাওয়ার যন্ত্রণা বুকে নিয়েই বিশ্ব ফুটবলের তিন তারকা ছিন্ন করলেন তিন ভিন্ন কাহিনির। যা লেখা থাকবে ফুটবলের ইতিহাসে।

লা লিগার পুরস্কার মঞ্চ আজ ছিল শুধুই ইনিয়েস্তার। তাঁর হাতেও তুলে দেওয়া হল ফ্রেমবন্দি তাঁরই ৮ নম্বর জার্সি। চোখের জল আর বাধ মানল না ইনিয়েস্তার। গোটা বার্সেলোনা দলের চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস— সব চলে গেল ইনিয়েস্তার সঙ্গেই। মাইক হাতে কথা বলতে বলতে বার বার গলা ধরে এল ইনিয়েস্তার। তখন মেসির চোখেও জল। গার্ড অব অনার দেওয়া হয়েছিল বুঁফোকে। ইনিয়েস্তাকে কোলে তুলে নিল গোটা দল। ছুড়ে দিল আকাশে, লুফে নিল একই ভাবে। বুঝিয়ে দিল, ‘তুমি রবে...’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andres Iniesta Fernando Torres farewell La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE