Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

ভেটকির ভেল্কিতে কাত স্যাঞ্চোরা

শুধু ভেটকি নয়, অন্যান্য মাছের খোঁজ নিতেও শুরু করে দিয়েছেন ইংল্যান্ড দলের সদস্যরা। জিজ্ঞেস করছিলেন, ‘‘ভেটকি ছাড়া আর কী কী মাছ পাওয়া যায় কলকা

নিজস্ব সংবাদদাতা
১৪ অক্টোবর ২০১৭ ০৪:১৬
মহড়া: যুবভারতীতে অনুশীলনে স্যাঞ্চোর বল নিয়ন্ত্রণ। নিজস্ব চিত্র

মহড়া: যুবভারতীতে অনুশীলনে স্যাঞ্চোর বল নিয়ন্ত্রণ। নিজস্ব চিত্র

ভেটকি মাছ ও চিকেন টিক্কা কাবাবের স্বাদে মাতোয়ারা অনূর্ধ্ব-১৭ ইংল্যান্ড দল!

কোচ থেকে ফুটবলার— কলকাতায় পা দেওয়ার পর থেকেই ইংল্যান্ড দলের সকলেরই পছন্দের তালিকায় ভেটকি মাছের বিভিন্ন রকমের পদ। অনূর্ধ্ব-১৭ ইংল্যান্ড দলের এক সদস্য শুক্রবার বিকেলে সল্টলেকের সাই ক্যাম্পাসে ইরাক ম্যাচের প্রস্তুতির ফাঁকে বলছিলেন, ‘‘ভেটকি মাছ অসাধারণ। প্রত্যেক দিনই আমাদের খাদ্যের তালিকায় ভেটকি মাছের বিভিন্ন রকমের পদ থাকছে। এ ছাড়া চিকেন টিক্কা কাবাব-ও দারুণ প্রিয়।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘ইংল্যান্ডেও চিকেন টিক্কা কাবাব পাওয়া যায়। কিন্তু ভেটকি প্রথম খেলাম কলকাতায় পৌঁছনোর পরেই।’’

আরও পড়ুন: ফুল-মিষ্টিতে বরণ বাংলার তিন বিশ্বকাপ তারকাকে

Advertisement

শুধু ভেটকি নয়, অন্যান্য মাছের খোঁজ নিতেও শুরু করে দিয়েছেন ইংল্যান্ড দলের সদস্যরা। জিজ্ঞেস করছিলেন, ‘‘ভেটকি ছাড়া আর কী কী মাছ পাওয়া যায় কলকাতায়?’’ ইলিশ মাছের স্বাদ অসাধারণ শুনে উৎসাহিত হয়ে বলে উঠলেন, ‘‘আমাদের হোটেলের শেফকে এ বার ইলিশ মাছ রান্না করে দেওয়ার জন্য অনুরোধ করব।’’ কলকাতার দর্শকদের উন্মাদনাও মুগ্ধ করেছে ইংল্যান্ড দলকে। কোচ স্টিভ কুপার বললেন, ‘‘কলকাতার মানুষ যে ভাবে আমাদের সমর্থন করছেন, তা অতুলনীয়।’’ এই মুহূর্তে ‘এফ’ গ্রুপে দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে ইরাক। দু’দলের কাছে ম্যাচটা নিয়মরক্ষার হলেও আকর্ষণের কেন্দ্রে জ্যাডন স্যাঞ্চো বনাম মহম্মদ দাউদ দ্বৈরথ। অন্য ম্যাচে জাপান খেলবে নিউ ক্যালিডোনিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন

Advertisement