Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল আর্সেনাল-চেলসি, হার সিটির

আর্সেনাল-ওয়েস্ট হ্যাম ম্যাচ শুরুই হল দ্বিতীয়ার্ধের পর। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে হল তিন গোল। প্রথমার্ধে স্যাঞ্চেজের জোড়া সুযোগ নষ্টের সঙ্গে ছিল আর্সেনালের পেনাল্টির আবেদন যা খারিজ করে দেন রেফারি।

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চেলসির দুরন্ত জয়।

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চেলসির দুরন্ত জয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১৯:২৬
Share: Save:

আর্সেনাল-ওয়েস্ট হ্যাম ম্যাচ শুরুই হল দ্বিতীয়ার্ধের পর। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে হল তিন গোল। প্রথমার্ধে স্যাঞ্চেজের জোড়া সুযোগ নষ্টের সঙ্গে ছিল আর্সেনালের পেনাল্টির আবেদন যা খারিজ করে দেন রেফারি। ম্যাচে প্রথম গোলের মুখ দেখান মেসুট ওজিল। যদিও এই গোল কিছুটা বিতর্কীত। অফ সাইডের দাবি করে প্রতিপক্ষ। ৬৮ মিনিটে থিও ওয়ালকট ব্যাবধান বাড়ান। তার আগে আর্সেনালেরই জোড়া মিস। একবার ওজিল একবার ওয়ালকটের নাম লেখা থাকল সেই তালিকায়। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও মিসের তালিকায় নাম লিখিয়ে ফেললেন স্যাঞ্চেজ। দ্বিতীয়ার্ধেও আর্সেনালের পেনাল্টির আবেদন খারিজ করেন রেফারি। ৮৩ মিনিটে শেষ কাজটি করে যান অলিভিয়ের জিরু। শেষ বেলায় আবারও পেনাল্টির আবেদন খারিজ হয়। ম্যাচ শেষ হয় ৩-০ গোলে।

আরও খবর: ১৯৯৬-এর পর সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত

আর্সেনাল ম্যাচ দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল। আর চেলসি-ম্যানচেস্টার সিটি ম্যাচ শেষ হয়ে গেল দ্বিতীয়ার্ধেই। বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ১০ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন এডে হ্যাজার্ড। ২৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। এর পর পেনাল্টি পেয়েও তা গোলে পাঠাতে ব্যর্থ হ্যাজার্ড। যদিও সঙ্গে সঙ্গেই সেই মিসের খেসারত দিলেন তিনি। ফিরতি বল গোলে পাঠালেন একক দক্ষতায়। পুরো দ্বিতীয়ার্ধ পেয়েও আর ম্যাচে ফিরতে পারল না ম্যানচেস্টার সিটি। ১-২ গোলে হেরেই থামতে হল।

ড্র ম্যাচে বল ক্লিয়ার করছেন লিভারপুলের দেজান লোভরেন।

অন্য ম্যাচে এএফসি বোর্ণমাউথের কাছে ২-২ গোলে আটকে গেল লিভারপুল। ম্যাচের শুরুতেই বেনিক অ্যাফবের গোলে এগিয়ে গিয়েছিল বোর্ণমাউথ। প্রথমার্ধের ঠিক শেষে লিভারপুলকে সমতায় ফেরান ফিলিপ কুটিনহো। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ওরিগির গোলে এগিয়ে যায় লিভারপুল। সেই ব্যবধান দীর্ঘ সময় ধরে রেখেও শেষরক্ষা হয়নি। ৮৭ মিনিটে জোশুয়া কিংয়ের গোলে সমতায় ফিরেই ম্যাচ শেষ করে বোর্ণমাউথ। অন্যান্য ম্যাচে হাল সিটি ৪-২ গোলে হারিয়ে দেয় মিডলসবোরোকে। সাদাম্পটন ৩-১ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। সোয়ানসি সিটি ১-৩ গোলে হারের মুখ দেখে টটেনহ্যামের কাছে।

৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে চেলসি। দ্বিতীয় স্থানে সমসংখ্যক ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছেন টটেনহ্যাম হটস্পার। ড্র করলেও ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল লিভারপুল। হেরে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানটেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল আর্সেনাল।

ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE