প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টিম ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টেস্টের পিচ একটা বড় চিন্তার বিষয়। কিন্তু ম্যাচের আগের দিন পিচ দেখে সন্তুষ্টিই প্রকাশ করলেন বিরাট কোহালি। অন্য দিকে সেই একই পিচ দেখে একটু হলেও অবাক হলেন ফাফ দু প্লেসি। শনিবার সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা।
বিরাট কোহালি বলেন, ‘‘পিচে প্রাণ রয়েছে। আমরা যেমন চেয়েছিলাম, যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে। এখানে ভাল ক্রিকেট হবে আশা করি।’’ তবে কেপ টাউনের মতো হবে না সেই বিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট আরও বলেন, ‘‘কেপ টাউনের পর আমরা এই উইকেট দেখে খুশি। এই পিচে আমাদের ভাল খেলার পরীক্ষা দিতে হবে। এবং সে দিকেই তাকিয়ে রয়েছি।’’
দু প্লেসির আশা এই উইকেটে পেস ও বাউন্স দুটো সমপরিমাণে থাকবে। কিন্তু উইকেট দেখে তিনি এখনই কিছু বলতে পারছেন না। তিনি বলেন, ‘‘পিচ বেশ বাউন লাগছে। যা দেখে এমনটাই মন হচ্ছে। গ্রাউন্ডসম্যানদের থেকে আমি যতটুকু শুনলাম, তাতে পিচের ঘাস অতি গরমে পুড়ে গিয়েছে। গত সপ্তাহে খুব গরম ছিল।’’