Advertisement
১৯ জুন ২০২৪

ফেডেরারের দুবাইয়ে খেলা নিয়ে জল্পনা

ফেডেরার দুবাইয়ে খেলবেন কি না, তা ঠিক করে না উঠলেও আর এক তারকার সেখানে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তিনি মারিয়া শারাপোভা।

নায়ক: অস্ট্রেলিয়ান ওপেন জিতে দেশে ফিরলেন রজার ফেডেরার। জুরিখে পা রাখার পরে ভক্তদের ভিড়ে টেনিস কিংবদন্তি। গেটি ইমেজেস

নায়ক: অস্ট্রেলিয়ান ওপেন জিতে দেশে ফিরলেন রজার ফেডেরার। জুরিখে পা রাখার পরে ভক্তদের ভিড়ে টেনিস কিংবদন্তি। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫৪
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে এ বার রজার ফেডেরারকে কোথায় খেলতে দেখা যাবে? আপাতত এটাই সব চেয়ে বড় প্রশ্ন টেনিস মহলে।

শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষে দুবাইয়ে যে টুর্নামেন্ট হবে, তাতে খেলতে দেখা যেতে পারে ফেডেরারকে। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পরে ফেডেরার বলেছিলেন, ‘‘আমার দুবাইয়ে খেলার কথা আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি। আগে দেখতে হবে, আমার শরীর কেমন থাকে। তার পরে ঠিক করব, দুবাইয়ে খেলব কি না।’’

ফেডেরার দুবাইয়ে খেলবেন কি না, তা ঠিক করে না উঠলেও আর এক তারকার সেখানে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তিনি মারিয়া শারাপোভা। এই টুর্নামেন্টের জন্য শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকরা। তাঁদের তরফে বলা হয়েছে, ‘‘শারাপোভা বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। শারাপোভার মতো জনপ্রিয়তা খুব কম খেলোয়াড়েরই আছে। ২০১৪ সালেই প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ফেসবুকে শারাপোভার ভক্ত সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গিয়েছিল।’’

শারাপোভাকে পেয়ে নিঃসন্দেহে খুশি দুবাইয়ের সংগঠকেরা। আর ফেডেরার দেশে ফেরায় আপ্লুত সুইৎজারল্যান্ডের মানুষ। ফেডেরারকে সম্মান জানানোর জন্য এক অভিনব পন্থা নিয়েছে সে দেশের একমাত্র ট্যাবলয়েড। অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব পেয়েছিলেন ফেডেরার। যে কৃতিত্বকে সম্মান জানাতে ওই সুইস ট্যাবলয়েড নিজেদের বিশেষ সংখ্যার দাম করে দিয়েছে ২০ সেন্ট। যেখানে একটি কয়েনের ওপর বসানো হয়েছে ফেডেরারের মুখ।

দেশে ফেরার আগে ফেডেরার বলেছিলেন, ‘‘আমার দুবাইয়ে খেলার পরিকল্পনা আছে ঠিকই, তবে সবই চূড়ান্ত করব দেশে ফেরার পরে। সুইৎজারল্যান্ডে ফেরার পরে উৎসবটা যে খুব বড় করেই হবে, সেটা আমি বুঝতে পারছি। আমার বন্ধু-বান্ধব, পরিবারের বেশির ভাগ সদস্য তো ওখানেই আছে। তাই বেশ কয়েক দিন ধরেই উৎসব চলবে। সপ্তাহ দু’য়েক এখন বিশ্রামেই থাকব।’’

সেই বিশ্রাম কি শেষ হবে দুবাইয়ে? ফেডেরার ভক্তদের কাছে এখন বড় হয়ে উঠেছে এই বিশেষ প্রশ্নটাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roger Federer রজার ফেডেরার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE