Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইস্টবেঙ্গলকে নিয়ে ফিফার তথ্যচিত্র

কলকাতায় গত ছয় দিনে বিশ্বকাপের হাই প্রোফাইল চারটি ম্যাচ হওয়ায় কলকাতার ক্লাবগুলির ওপর নজর পড়েছে ফিফা কর্তাদের। এবং তাঁর রেশেই চমকপ্রদ একটি সুযোগ এসে গেল ইস্টবেঙ্গলের সামনে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৪:৩৬
Share: Save:

ভারতীয় দল গ্রুপ পর্যায়ে ছিটকে গেলেও সংগঠক দেশ হিসেবে ভারত কিন্তু একটা নজির গড়ে ফেলেছে। দর্শক সংখ্যায় আগের সব রেকর্ড মুছে দিয়েছে এ বারের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। বিশ্বকাপ যজ্ঞ থেকে ভারতীয় ফুটবল কতটা লাভবান হল, তা বোঝা যাবে বছর খানেক গড়ালে। কিন্তু কলকাতায় গত ছয় দিনে বিশ্বকাপের হাই প্রোফাইল চারটি ম্যাচ হওয়ায় কলকাতার ক্লাবগুলির ওপর নজর পড়েছে ফিফা কর্তাদের। এবং তাঁর রেশেই চমকপ্রদ একটি সুযোগ এসে গেল ইস্টবেঙ্গলের সামনে।

শতবর্ষ ছুঁতে যাওয়া ইস্টবেঙ্গলকে নিয়ে আলাদা একটি তথ্যচিত্র করতে চলেছে ফিফার নিজস্ব টিভি চ্যানেল। আজ, রবিবার দুপুরে এ জন্য ইংল্যান্ড-স্পেন ম্যাচ কভার করতে আসা ফিফার লোকজন যাচ্ছেন লাল-হলুদ তাঁবুতে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের বিবর্তনের ইতিহাস থেকে সমর্থকদের বক্তব্য, কর্তা থেকে অধিনায়ক অর্নব মণ্ডল-সহ কয়েকজন ফুটবলারের সাক্ষাৎকার, কোচ খালিদ জামিল এবং মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবে ফিফার চ্যানেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE