Advertisement
০৪ মে ২০২৪

ফিনান্স কমিটির বৈঠক বাতিল, সংশয় বাড়ছে বার্ষিক সভা নিয়ে

বোর্ডের বার্ষিক সাধারণ সভা কি শেষ পর্যন্ত পিছিয়েই যাবে? এক দিকে বোর্ড কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরির ফিনান্স কমিটির বৈঠক-প্রসঙ্গ এড়িয়ে যাওয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৮
Share: Save:

বোর্ডের বার্ষিক সাধারণ সভা কি শেষ পর্যন্ত পিছিয়েই যাবে?

এক দিকে বোর্ড কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরির ফিনান্স কমিটির বৈঠক-প্রসঙ্গ এড়িয়ে যাওয়া। অন্য দিকে, নারায়াণস্বামী শ্রীনিবাসনের অনুপস্থিতিতে বোর্ড কত অসুবিধে হচ্ছে শ্রীনি-অনুগামীদের বারবার বুঝিয়ে দেওয়া। যা দেখে ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে, এই মুহূর্তে বার্ষিক সভা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

৩০ সেপ্টেম্বর যদি বার্ষিক সভা করতে হয়, তা হলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্কিং কমিটি ডেকে বার্ষিক সভার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া বাধত্যমূলক। এবং সেই ওয়ার্কিং কমিটি ডাকা যাবে সাত দিনের নোটিশে। ঘটনা হল, ওয়ার্কিং কমিটির বৈঠকে বসার আগে ফিনান্স কমিটির বৈঠক মিটিয়ে ফেলতে হয়। বার্ষিক অ্যাকাউন্টস সেখানে পাশ করাতে হয়। কিন্তু কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি নাকি সে সবে ঢুকতেই চাইছেন না। দিন কয়েক আগে ফিনান্স কমিটির সদস্য তথা সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ফোন করেছিলেন বোর্ড কোষাধ্যক্ষকে। ফিনান্স কমিটির বৈঠক ডাকার প্রসঙ্গ উঠলে অনিরুদ্ধ তা এড়িয়ে যান। বুধবার সিএবি-তে বিশ্বরূপ বললেন, “যত দূর জানি কোনও ফিনান্স কমিটির বৈঠক আপাতত হচ্ছে না। অনিরুদ্ধের কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু ও এড়িয়ে গিয়েছে। ”

ফিনান্স কমিটির বৈঠকই যদি না হয়, তা হলে ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কী ভাবে? বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রবি সবন্ত পরিষ্কার বলে দিচ্ছেন, যখন শ্রীনি নেই, তখন বার্ষিক সভাও নেই। বলেছেন, “যেখানে প্রেসিডেন্টেরই সই করার অধিকার নেই, সেখানে বার্ষিক সভা অসম্ভব।” তবে গোয়া আবার ভিন্ন মত পেশ করছে। গোয়া ক্রিকেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট শেখর সালকর আবার বলছেন, “শ্রীনিবাসনের না থাকাটা কোনও ব্যাপারই না। ওয়ার্কিং কমিটির সভা ডেকে সেখানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট শিবলাল যাদবকে সর্বসম্মত ভাবে সই করার অধিকার দিলেই বার্ষিক সভা করা যাবে।” কিন্তু যা পরিস্থিতি, গোয়ার সমর্থনে কত জন শেষ পর্যন্ত দাঁড়াবে, তা নিয়ে সন্দেহ থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE