Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পাঁচ ঘণ্টা গাড়ি চালিয়ে এসে পুণেতে শুরু ধোনিবাদ

ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে বৃহস্পতিবার যাঁরা নামলেন, ব্যাপারটা নিশ্চয়ই তাঁদেরও চোখে পড়েছে।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
মুম্বই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৪:০২
Share: Save:

ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে বৃহস্পতিবার যাঁরা নামলেন, ব্যাপারটা নিশ্চয়ই তাঁদেরও চোখে পড়েছে।

এয়ারপোর্ট টিভিতে হোক। কাগজে হোক। বৃহস্পতিবারের মুম্বইয়ে ‘ব্রেকিং নিউজের’ ফুলঝুরি এতটাই যে, চোখ এড়ানো নয়, চোখ ধাঁধিয়ে যাবে। আমচি মুম্বইয়ের ভাষায়, এক সে বড়কর এক।

বান্দ্রার রেস্তোঁরায় আবার দেখা গিয়েছে বিরাট কোহালি-অনুষ্কা শর্মাকে।

মহারাষ্ট্রে জল-বাঁচাও আন্দোলনে নেমে পড়েছে এক কলেজপড়ুয়া। বারো হাজার সই জোগাড় করে অনলাইন পিটিশন জমা করেছে।

আইপিএল নাইনের মেগা উদ্বোধনে ইয়ো ইয়ো হানি সিং থেকে ক্যাটরিনা কাইফ, টিম ডোয়েন ব্রাভোর ‘চ্যাম্পি-ইয়ন’ গান।

বিকেল চারটে নাগাদ আরও একটা ব্রেকিং নিউজ এল— উদ্বোধনী ম্যাচ সরছে না ওয়াংখেড়ে থেকে। বম্বে হাইকোর্ট পরবর্তী শুনানির দিন দিয়েছে ১২ এপ্রিল। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে গিয়ে দেখা গেল, চাপা আশঙ্কার ভাবটা উধাও। কর্তাদের ঠোঁটে চওড়া হাসি। বলাবলি চলছে, পরের শুনানিতে নিশ্চয়ই আদালত জানতে চাইবে পিচে যে জল ব্যবহৃত হচ্ছে তা পানযোগ্য কি না। তখনই নাকি সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বেরিয়ে তো পড়বে যে, পিচে যে জল ঢালা নিয়ে এত তুলকালাম তা মোটেও মুফতে আসেনি। এসেছে মোটা অর্থ খরচে। বোঝা তো যাবে, যে জল ঢালা নিয়ে এত তুলকালাম, তা মোটেও পানযোগ্য নয়। আর তখনই নাকি যাবতীয় জনস্বার্থ মামলা ফুৎকারে উড়ে যাবে!

কিন্তু এ সবই নিখাদ ব্রেকিং নিউজ। মশালাদার খবর। কিন্তু শাহী মশলা নয়। বৃহস্পতিবারের মুম্বইয়ে ‘শাহী মশলা’ একজনই, যিনি থাকছেন এ সবের অন্তরালে। লোকচক্ষুর বাইরে।

মহেন্দ্র সিংহ ধোনি ছাড়া আর কাউকে এ ভূমিকায় ভাবা সম্ভব?

ভারত অধিনায়ক তাঁর সেই পরাক্রান্ত সিএসকে সংসার ছেড়ে আপাতত ধ্যান-জ্ঞান করেছেন রাইজিং পুণে সুপারজায়ান্টসকে। শোনা যায়, ‘মেরা নাম জোকার’ পরবর্তী ইনিংসে ভারতীয় সিনেমার গ্রেটেস্ট শো ম্যান রাজ কপূর নাকি তাঁর পুরনো বন্ধুদের মধ্যে লতা মঙ্গেশকরকে নিয়ে একটা নতুন ‘সার্কল’ তৈরি করেছিলেন। ভারতীয় ক্রিকেটের সেরা শো ম্যান এমএসডিও এখন যেন তাই। জীবনের নতুন এক বৃত্তে। তবে নতুন সেই সংসারে পুরনো স্মৃতিও আছে। যেমন কোচ স্টিভন ফ্লেমিং। যেমন রবিচন্দ্রন অশ্বিন।

সন্ধের ওয়াংখেড়েতে এ দিন গিয়ে দেখা গেল, পাশাপাশি চারটে নেট টাঙিয়ে প্র্যাকটিস করছে মুম্বই ইন্ডিয়ান্স আর পুণে সুপারজায়ান্টস। নেটে ব্যাট করছেন স্টিভ স্মিথ, আর এমএস ধোনি নির্নিমেষ তাকিয়ে অস্ট্রেলীয় অধিনায়কের ব্যাটের তাড়নায় গ্যালারিতে উড়ে যাওয়া বলগুলোর দিকে। মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছেন বোলারদের। শোনা গেল, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুম্বই থেকে পাঁচ ঘণ্টা নিজে গাড়ি চালিয়ে পুণে পৌঁছে যান ধোনি। পুণে টিম ম্যানেজমেন্টের কেউ কেউ তাঁকে একটু বিশ্রামের পরামর্শ দিলে ধোনি নাকি সটান বলে দেন, বিশ্রামের সময় অনেক পাওয়া যাবে। এখন পরিশ্রমের সময়। বলে সোজা নাকি নেটে চার ঘণ্টা ব্যাট করেন ক্লান্ত শরীর নিয়ে! যা দেখে উপস্থিত কেউ কেউ স্তব্ধবাক হয়ে গিয়েছিলেন। জানা গেল, প্রথম দিনের দানবীয় ব্যাটিংয়ে গোটা পাঁচেক বল হারিয়েছিল। তার পর থেকে সেটা নিয়ম হয়ে গিয়েছে।

পুণে কর্তাদের তাতে অবশ্য কোনও সমস্যা নেই। বল যত খুশি হারাক না। কে না জানে, এমএস ধোনির বেধড়ক ব্যাটিং মানে বোলারের নির্ঘুম রাত, ইম্প্রোভাইজেশনের শেষ কথা, আকা‌শে ‘হেলিকপ্টারের’ ওড়াউড়ি! পুণেতে এমনিতে নেট, প্লে স্টেশন ফোর, জিম আর কন্যা জিভার বাইরে বেরোতে দেখা যায়নি ধোনিকে। এ দিন একটু অন্য রকম মেজাজে এলেন। লোয়ার প্যারেলের হোটেলে টিম জার্সি উদ্বোধন করলেন। বললেন, ‘‘নতুন জার্সিতে নতুন শুরু করতে চাইছি আমরা। জার্সিতে দেখছি পুরনো স্পনসরের লোগোও আছে। পুরনো সাফল্য যদি এখানে পাওয়া যায়, ভাল লাগবে।’’ মাঝে বিজ্ঞাপনের ফটোশ্যুট। কোচ ফ্লেমিংয়ের সঙ্গে টিম মিটিং।

আসলে কাল থেকে, শনিবার থেকে ‘ধোনি-সভ্যতা’-র নতুন ইঁট পড়তে দেখবে ক্রিকেটবিশ্ব। দেখবে নতুন এক সংসারে, দেখবে তাঁরই বিশ্বজয়ের মাঠ থেকে। তাই মুম্বই ইন্ডিয়ান্সের রিকি পন্টিংরা যতই হুঙ্কার দিন যে, মালিঙ্গা নেই কিন্তু টিম সাউদিরা আছে। রোহিত শর্মা যতই শুনিয়ে যান যে, গত কয়েক বছরের মতো হেরে শুরু করতে চান না। ওয়াংখেড়েতে এমএস ধোনি কী বস্তু, সবাই জানে। এক পুণে কর্তা বললেনও যে, টিমটার সঙ্গে মিশে যেতে দিন। অনেকের ঘুম উড়ে যাবে।

ভারতীয় ক্রিকেটের আঁতুরঘর থেকেই তাই শনিবার সেই নতুন চ্যালেঞ্জের অনুশীলন শুরু এমএসডির। যে মঞ্চের স্লোগান—ফান, ফ্যানস, ফ্যান্টাস্টিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE