Advertisement
২৬ এপ্রিল ২০২৪
বাতিল আতসবাজির প্রদর্শনী

নিশ্ছিদ্র নিরাপত্তা ইডেনের মাঠ ঘিরে

অসহযোগিতা বা অন্তর্ঘাত— রবিবারের ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের আগে কোনও একটার গন্ধ বোধহয় পাচ্ছে সিএবি। তাই ম্যাচের আগে থেকে ইডেনের মাঠ পুলিশ দিয়ে নিশ্ছিদ্র ভাবে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:০৯
Share: Save:

অসহযোগিতা বা অন্তর্ঘাত— রবিবারের ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচের আগে কোনও একটার গন্ধ বোধহয় পাচ্ছে সিএবি। তাই ম্যাচের আগে থেকে ইডেনের মাঠ পুলিশ দিয়ে নিশ্ছিদ্র ভাবে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। দেশের ক্রিকেটে এমন দমবন্ধ পরিবেশে আতসবাজির প্রদর্শনের পরিকল্পনাও বাতিল করল সিএবি।

সিএবি সূত্রের খবর, বুধবার কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়দের যে বৈঠক হয়, তাতে এমন আলোচনাও হয় যে, ইডেনে ম্যাচ আয়োজন করতে গিয়ে নানা সমস্যা হতে পারে পারে। লোঢা সুপারিশ ও সুপ্রিম কোর্টের রায়ের ধাক্কায় বাতিলের খাতায় চলে যাওয়া প্রভাবশালী কর্তারা নাকি অসহযোগিতা করতে পারেন। এমনকী মাঠ ও পিচের ক্ষতিও করার চেষ্টাও হতে পারে। এই আতঙ্কই এখন প্রচ্ছন্ন ভাবে সিএবি কর্তাদের ঘিরে রেখেছে বলে শোনা যাচ্ছে। আর এই অবস্থা দেখেই পুলিশ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার থেকেই ইডেনের মাঠ এমন ভাবে ঘিরে ফেলা হবে যাতে, বিনা অনুমতিতে মাছিও গলতে না পারে। অন্যতম যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এ দিন এই ব্যাপারে বলেন, ‘‘মাঠের মধ্যে বাড়তি পুলিশি নিরাপত্তা রাখা হবে, এটা ঠিকই। তবে এর বিস্তারিত কিছু বলতে পারব না। কেন এই ব্যবস্থা, সেটা আপনারা বুঝে নিন।’’

আন্তর্জাতিক ম্যাচের আগে ইডেনে মাঠ ঘিরে ফেলা বেনজির না হলেও মাঠের ভিতর যে সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে বলে শোনা যাচ্ছে, তা বেনজির হতেই পারে।

এ দিকে আরও এক অবাক করা ঘটনা ঘটল এ দিন। ভারত ওয়ান ডে সিরিজ জিতলে রবিবার ম্যাচ শেষে একটা আতসবাজি প্রদর্শনীর কথা ভাবা হয়েছিল। তার যাবতীয় অনুমতিও নিয়ে রাখা হয়েছিল বলে দাবি করেছেন এক সিএবি কর্তা। কিন্তু সেই আতসবাজির পরিকল্পনা বাতিল করতে হয়েছ। কারণ হিসেবে যেটা জানা গিয়েছে, সেটা বেশ অদ্ভুত। বোর্ডের এই থমথমে বাতবরণে বাজি-টাজি ফাটালে তাতে নাকি সারা দেশে ভুল বার্তা যাবে। মানে, ভারতীয় দল সিরিজ জিতলে সেই আনন্দও এখন উপভোগ করা যাবে না বিপুল সংখ্যক ক্রিকেট কর্তার গদি, ক্ষমতা সব গিয়েছে বলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eden Gardens India vs England Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE