Advertisement
২৪ অক্টোবর ২০২৪
UEFA Euro 2024

ইউরো কাপে পাঁচ কোচ একই দেশের, নেপথ্যে কোচেদের একটি পাঠশালা

ইউরো কাপে খেলতে নেমেছে ২৪টি দল। ইটালি গত বারের ট্রফি ধরে রাখতে পারবে কি না, তা-ও বোঝা যাবে ১৪ জুলাই। তবে একটি বিষয়ে তারা আগেই ট্রফি জিতে গিয়েছে। তা হল, উন্নতমানের কোচ তুলে আনা।

football

ইটালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২৪ ১৪:১০
Share: Save:

ইউরো কাপে খেলতে নেমেছে ২৪টি দল। কারা থাকবে, কারা বিদায় নেবে, তা বোঝা যাবে কিছু দিন পরেই। ইটালি গত বারের ট্রফি ধরে রাখতে পারবে কি না, তা-ও বোঝা যাবে ১৪ জুলাই। তবে একটি বিষয়ে তারা আগেই ট্রফি জিতে গিয়েছে। তা হল, উন্নত মানের কোচ তুলে আনা। এ বার ২৪টি দলের মধ্যে পাঁচটি দলের কোচ ইটালিয়ান। প্রত্যেকেই নিজেদের পেশায় সেরা।

ইটালির কোচ লুসিয়ানো স্পালেত্তি ইটালিয়ান। তিনি ছাড়াও রয়েছেন তুরস্কের ভিনসেঞ্জো মন্তেল্লা, বেলজিয়ামের ডোমেনিকো টেডেস্কো, হাঙ্গেরির মার্কো রোসি এবং স্লোভাকিয়ার ফ্রান্সেসকো কালজ়োনা। ২০০৮ সালে ১৬টি দলের মধ্যে নেদারল্যান্ডসের তিন জন কোচ ছিলেন। এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ।

পাঁচ জনের মধ্যে চার জনের ক্ষেত্রেই একটি মিল রয়েছে। তাঁরা প্রত্যেকেই একই স্কুলের শিক্ষার্থী। ইটালি ফুটবল সংস্থার কোচিং স্কুল বছরের পর বছর ভাল ভাল কোচ তৈরি করে যাচ্ছে। ইটালির কোচেদের সংস্থার প্রধান রেঞ্জো উলিভিয়েরি কোচিং স্কুলেরও প্রধান।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেই উলিভিয়েরি বলেছেন, “ইটালির ফুটবল, বিশেষত আমাদের কোচিং স্কুলের পক্ষে এটা বিরাট গর্বের বিষয়। আমাদের কোচেরা দুর্দান্ত। মূলত দু’টি কারণে: আমাদের স্কুলটা খুব ভাল। দ্বিতীয়ত, এ দেশে পেশাদার ছাড়াও অ্যামেচার ক্লাবগুলিতে কাজ করে কোচেরা হাতেকলমে কাজ শিখতে পারেন।”

শুধু দেশীয় স্তরে নয়, ক্লাব স্তরেও ইটালির কোচেদের জয়জয়কার। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি ইটালিয়ান। একমাত্র কোচ হিসাবে তাঁর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড রয়েছে। ইউরোপা লিগ জয়ী আটালান্টার কোচ জিয়ানপিয়েরো গাসপেরিনি, ইউরো কনফারেন্স লিগের জয়ী দল কোচ ভিনসেঞ্জো ইটালিয়ানো— এঁরা প্রত্যেকেই জন্মসূত্রে ইটালিয়ান।

উলিভিয়েরি বলেছেন, “ইটালির কোচেদের সাফল্যের রহস্য হল, আমরা সব কিছু থেকেই সেরাটা বার করে আনতে পারি। তা যতই কঠিন হোক না কেন! ইটালি-নেপোলিটান শিল্প কোচ হওয়ার ব্যাপারে আমাদের সাহায্য করে।”

স্পালেত্তি নিজে এই কোচিং স্কুলে ১৯৯৮-৯৯ সালে ভর্তি হন এবং অদ্যাবধি সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করেছেন। গত বছর নাপোলির দায়িত্ব ছেড়ে ইটালির দায়িত্ব নেন। তার আগে তিন দশক পর, অর্থাৎ দিয়েগো মারাদোনার সময়ের পর নাপোলিকে ঘরোয়া লিগ জেতান।

মন্তেল্লা ২০১১ সালে পাশ করার সময় ১১০-এর মধ্যে ১১০-ই পেয়েছিলেন। তুরস্কের কোচের দায়িত্বে গত বছর এসেছিলেন। তার আগে ইটালির ফিয়োরেন্তিনা, এসি মিলানে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। কোচিং স্কুলে ডাকাবুকো শিক্ষার্থী হিসাবে তাঁর সুনাম ছিল।

প্রধান কোচ হিসাবে স্লোভাকিয়ার দায়িত্বই প্রথম কালজ়োনার কাছে। তবে বিখ্যাত কোচেদের সহকারী হিসাবে প্রচুর সময় ব্যয় করেছেন। মার্কো রোসি ইটালির নীচের সারির লিগগুলির ক্লাবগুলিতে সফল ভাবে কোচিং করিয়েছেন। হাঙ্গেরির একটি ক্লাবকে লিগ জেতানোর পর জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পান।

এঁদের মধ্যে একমাত্র টেডেস্কো ইটালির কোচিং স্কুলে পড়েননি। গত বছর বেলজিয়ামের দায়িত্ব পান। তবে দু’বছর বয়সে তাঁর পরিবার ইটালি ছেড়ে জার্মানি চলে যাওয়ায় বড় হওয়া থেকে ফুটবল শেখা পুরোটাই কেটেছে সে দেশে।

অন্য বিষয়গুলি:

UEFA Euro 2024 Italy coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE