Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Lionel Messi

দ্বিতীয়ার্ধে নেমেও গোল পেলেন না মেসি, শেষ মুহূর্তে গোল হজম করে ড্র ইন্টার মায়ামির

চোট সারিয়ে আগের ম্যাচে ফিরেছিলেন। দু’টি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন। বুধবার রাতে পরিবর্ত ফুটবলার হিসাবে নেমেছিলেন লিয়োনেল মেসি। গোল পাননি। দলও জয়ের মুখ দেখেনি।

football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪০
Share: Save:

চোট সারিয়ে আগের ম্যাচে ফিরেছিলেন। দু’টি গোলের পাশাপাশি অ্যাসিস্টও ছিল একটি। দ্বিতীয় ম্যাচে অবশ্য পরিবর্ত ফুটবলার হিসাবে নামতে হল লিয়োনেল মেসিকে। গোল করতে পারলেন না। দলও জয়ের মুখ দেখল না। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ড্র করেছে মায়ামি।

বুধবার রাতের ম্যাচে মেসিকে প্রথম একাদশে রাখেননি কোচ জেরার্দো মার্তিনো। তিনি আগেই জানিয়েছিলেন, চোট সারিয়ে ফেরার পর সব ম্যাচে পুরো সময় মেসিকে খেলাতে চান না। মেসি নামার আগেই তিনটি গোল হয়ে যায়।

মেসি ৬১ মিনিটে মাঠে নামেন। কিন্তু গোল পাননি। যদিও অল্প সময়েও মেসির পায়ের জাদু দেখা গিয়েছে। ফেদেরিকো রেদোন্দোকে ব্যাক হিলে একটি ভাল পাস দেন। সংযুক্তি সময়ে আটলান্টার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিলেও গোলে শট রাখতে পারেননি। একটি পাস আটলান্টার ডিফেন্ডার আটকে দেওয়ায় হতাশায় হাতও ছুড়তে দেখা যায় তাঁকে।

২৫ মিনিটে ডেভিড রুইজ়‌ের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সাবা লোবজানিজে। তাঁর হেড মায়ামি কিপার ড্রেক ক্যালেন্ডারের পায়ের তলা দিয়ে গলে যায়। তিন মিনিট পরে আবার এগিয়ে যায় মায়ামি। লুইস কাম্পানার শট আটলান্টার ড্যাক্স ম্যাকার্টির গায়ে লেগে গোলে ঢু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Inter Miami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE