এক ম্যাঞ্চেস্টারে উৎসবের আবহ। আর এক ম্যাঞ্চেস্টারে দুঃসময়। এফএ কাপে শুক্রবার মিডলসব্রোর কাছে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দল। শনিবার ফুলহ্যামকে উড়িয়ে পঞ্চম রাউন্ডে পৌঁছে গেলেন কেভিন দ্য ব্রুইনরা।
পিছিয়ে রইল না চেলসিও। ম্যানেজার টমাস টুহল করোনায় আক্রান্ত হলেও মাঠে তার কোনও নেতিবাচক প্রতিফলন দেখা যায়নি। তাঁর দল হারিয়ে দিয়েছে প্লিমুথকে।
শনিবার ম্যান সিটির হয়ে গোল করলেন ইলখাই গুন্দোয়ান (৬ মিনিট), জন স্টোন্স (১৩ মিনিট) এবং রিয়াদ মাহরেজ়। তিনি করলেন জোড়া গোল। উল্লসিত ম্যানেজার পেপ গুয়ার্দিওলা ম্যাচের পরে বলেছেন, “ফুটবলারদের ধারাবাহিকতা নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। চোট এবং করোনার আতঙ্ককে পিছনে সরিয়েই ওরা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে।” গোল না পেলেও ম্যান সিটির আক্রমণকে নেতৃত্ব দিলেন কেভিন দ্য ব্রুইন। তিনিই মাহরেজ়ের দ্বিতীয় গোলের বল সাজিয়ে দেন। পেপ বলেছেন, “কেভিন এই দলের প্রাণভোমরা। ওকে ছাড়া আমরা দল তৈরি করার কথা ভাবতেই পারি না।”