Advertisement
E-Paper

স্টুয়ার্টের চোট নিয়ে চিন্তা মোহনবাগানে, জেমি-দিমি জুটিতেই জামশেদপুরকে হারাতে চায় সবুজ-মেরুন

চোটের কারণে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট। এখনও চোট সারেনি। তাঁকে শনিবার জামশেদপুর ম্যাচেও পাওয়া যাবে না। তবে চিন্তিত নন মোহনবাগানের কোচ হোসে মোলিনা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৯:৫৪
football

মোহনবাগানের জেমি ম্যাকলারেন (বাঁ দিকে) এবং দিমিত্রি পেত্রাতোস। ছবি: সমাজমাধ্যম।

চোটের কারণে আইএসএলে আগের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট। মাঝে আন্তর্জাতিক বিরতি কেটে গেলেও স্কটিশ ফুটবলারের চোট সারেনি। তাঁকে শনিবার জামশেদপুর ম্যাচেও পাওয়া যাবে না। তবে চিন্তিত নন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও তিনি স্টুয়ার্টের জায়গায় খেলাতে পারেন দিমিত্রি পেত্রাতোসকে। রক্ষণে আশিস রাইয়ের জায়গায় খেলতে পারেন দীপেন্দু বিশ্বাস।

শুক্রবার বিকেলে মোহনবাগান মাঠে স্টুয়ার্ট বল পায়ে অনুশীলন করেছেন। তবু জামশেদপুর ম্যাচে হয়তো তাঁকে দলেই রাখা হবে না। এর পরে চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেই ‘কঠিন’ ম্যাচের আগে তাঁকে ফিট করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এ দিন স্টুয়ার্টকে নিয়ে প্রশ্নে মোলিনার উত্তর, “আমি চিন্তিত নই। চোট তো খেলাধুলোরই অংশ। বাকি ফুটবলারদের উপর আত্মবিশ্বাস রয়েছে। আশা করি ওরা ভাল ম্যাচ উপহার দেবে।”

সত্যিই কি স্টুয়ার্টকে নিয়ে চিন্তা নেই? মাঠে নেমে স্টুয়ার্ট যে ভাবে জেমি ম্যাকলারেনকে বল বাড়ান, সেটা পেত্রাতোস আগের ম্যাচে অতটাও করতে পারেননি। জামশেদপুর সেই ফাঁকটাই কাজে লাগাবে না তো? মোলিনা বলেছেন, “এটা ঠিক যে গ্রেগ অন্য রকম। ও এমন কিছু কাজ করতে পারে যেটা বাকিরা পারে না। তবে ওকে ছাড়া আগের ম্যাচেও দল ভাল খেলেছে। এমন নয় যে জোর করে ওকে খেলাচ্ছি না। চোট থাকলে আর কী করা যাবে।”

গত দুই মরসুমে যে ভাবে প্রথম একাদশে নিয়মিত ভাবে সুযোগ পেয়েছেন পেত্রাতোস, তা এ বার দেখা যাচ্ছে না। মাঠে সময় কাটাতে না পেরে সেই ছন্দটাও হারিয়ে ফেলেছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। তবে মোলিনা বললেন, “দিমি আগের মরসুমে কতটা ভাল খেলেছে সেটা শুনেছি। তবে আগে আমিও দলের কোচ ছিলাম না। আমার পরিকল্পনা আলাদা। এ বছর দলে ম্যাকলারেন রয়েছে। সব ভাল ফুটবলারকে একসঙ্গে দলে সুযোগ দেওয়া যায় না। রক্ষণেও বিদেশি খেলাতে হচ্ছে। তাই কোন চার বিদেশিকে প্রথম একাদশে রাখব সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হয়। যত দূর জানি এতে দিমির কোনও অসুবিধা নেই। ও সব সময় দলকে সাহায্য করতে তৈরি।”

শুধু স্টুয়ার্টই নয়, মোহনবাগান শনিবার পাবে না আশিসকেও। সেই জায়গায় বঙ্গসন্তান দীপেন্দুর খেলার সম্ভাবনা। দীপেন্দু প্রসঙ্গে মোলিনা বললেন, “শেষ বার বেঙ্গালুরুর বিরুদ্ধে ওকে খেলিয়েছিলাম। জামশেদপুরের বিরুদ্ধেও খেলতে পারে।”

জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণে মাঝে টম অলড্রেড এবং আলবের্তো রদ্রিগেস খেলবেন। দুই প্রান্তে শুভাশিস বসু। দুই উইংয়ে মনবীর সিংহ এবং লিস্টন কোলাসো। মাঝে আপুইয়ার পাশে দীপক টাংরি বা অনিরুদ্ধ থাপার কেউ একজন খেলতে পারেন। আক্রমণে ম্যাকলারেন। একটু পিছিয়ে পেত্রাতোস। ৪-৪-১-১ ছকে নামতে পারে মোহনবাগান। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনজনকেও রক্ষণে খেলাতে পারেন মোলিনা।

এ দিকে, লাল কার্ড দেখায় জামশেদপুর কোচ খালিদ জামিল শনিবার ডাগআউটে থাকতে পারবেন না। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকেও ছিলেন না। সহকারী কোচ স্টিভন ডায়াস জানালেন, কলকাতায় স্রেফ ঘুরতে আসেননি তাঁরা। মোহনবাগানকে বেগ দেওয়ার পরিকল্পনা তাঁদেরও রয়েছে।

Mohun Bagan ISL 2024-25 Jamshedpur FC Dimitri Petratos Jamie Maclaren
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy