রাজনীতির মাঠে দৌড়ে বেড়ানো সুব্রত মুখোপাধ্যায় কলকাতা ময়দানের সঙ্গে জড়িয়ে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। মোহনবাগানের সহ-সভাপতির প্রয়াণে শোকস্তব্ধ ময়দানও। সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। ক্লাবের পতাকা থাকবে অর্ধনমিত।
মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর কাছে সুব্রতর মৃত্যু পারিবারিক আত্মীয় হারানোর সমান। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “অবিভাবক হারালাম। একজন আদ্যপান্ত মোহনবাগানী। কিছু মানুষের ক্লাবে থাকার জন্য কোনও পদ দরকার হয় না, উনি তেমনই একজন মানুষ।”