ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) মধ্যে আলোচনার দরজা খুলল। শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পিএস নরসীমা এবং জয়মাল্য বাগচী বলেছেন, আইএসএলের অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ আগস্ট।
আইএসএলের ১৩টা ক্লাবের মধ্যে ১১টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল, আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত ১৮ অগস্ট আদালত জানায়, ২২ অগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছে শীর্ষ আদালত। আলোচনার রাস্তা খোলায় মনে করা হচ্ছে, আইএসএলের মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে দ্রুত আলোচনা শুরু হবে। দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে অচলাবস্থা কেটে যাবে।
আরও পড়ুন:
আইএসএল নিয়ে অচলাবস্থার জন্য ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে। শুক্রবারের পর ক্লাবগুলোফেডারেশন এবং এফএসডিএলের বৈঠকের দিকে তাকিয়ে।