—ফাইল চিত্র
ফরাসি ওপেন জিতলেন নাদাল।
Victory belongs to the most tenacious 🏆#RolandGarros pic.twitter.com/HveldTMGf8
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
পিছিয়ে ছিলেন ১-৩ গেমে। সেখান থেকে ফিরে এলেন নাদাল। সেট জিতে নিলেন ৬-৩ গেমে।
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
6-3
6-3#RolandGarros pic.twitter.com/NvWrBy4Blx
ডাবল্ ফল্ট করলেন নাদাল। ১-৩ গেমে পিছিয়ে তিনি।
সার্ভিস ধরে রাখলেন রুদ। দ্বিতীয় সেটের প্রথম গেমে হারিয়ে দিলেন নাদালকে।
৬-৩ গেমে জিতে গেলেন নাদাল। রুদের বিরুদ্ধে এগিয়ে থেকেই নেমেছিলেন ফরাসি ওপেনের ১৩ বারের চ্যাম্পিয়ন। প্রথম সেট জিতে প্রমাণ করলেন কেন তিনি এগিয়ে।
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
6-3#RolandGarros pic.twitter.com/VwfuoMNhSM
প্রথম সেটে এগিয়ে রয়েছেন নাদাল। ৪-২ গেমে এগিয়ে তিনি। রুদের সমস্ত চেষ্টাকে প্রতিহত করছেন সুরকির কোর্টের রাজা।
প্রথম দুটো গেম জিতেছিলেন নাদাল। তৃতীয় গেমে জিতলেন রুদ। প্রথম বার নাদালে সার্ভিস ভাঙলেন তিনি।
১৩ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। এর আগে ১৩ বার ফাইনালে উঠে ১৩ বারই জিতেছিলেন। ১৪ তম বার ফাইনালে উঠেছেন। ১৭ বছর আগে প্রথম বার ফাইনাল খেলেন তিনি।