Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Gary Kirsten

ভারতের কোচ হচ্ছি না: গ্যারি কার্স্টেন

বিগত দু’তিন দিন ভারতীয় ক্রিকেট সার্কিটে কান রাখলেই শোনা যাচ্ছিল হয়তো আরও এক বার ভারতীয় কোচের হট সিটে দেখা যেতে পারে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে।

গ্যারি কার্স্টেন। ছবি: সংগৃহীত।

গ্যারি কার্স্টেন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ২০:৫৮
Share: Save:

জাতীয় কোচের জন্য ইতিমধ্যেই উঠে এসেছে একের পর এক নাম। বীরেন্দ্র সহবাগ থেকে রবি শাস্ত্রী সকলেই রয়েছেন এই তালিকায়। তবে, সকলকে হতবাগ করে হটাৎই আলোচনায় উঠে এসেছে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনের নাম। বিগত দু’তিন দিন ভারতীয় ক্রিকেট সার্কিটে কান রাখলেই শোনা যাচ্ছিল হয়তো আরও এক বার ভারতীয় কোচের হট সিটে দেখা যেতে পারে প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকানকে।

আরও পড়ুন: কোচি গাঁট খুলতে উদগ্রীব বিসিসিআই

তবে, তার নাম নিয়ে ওঠা সব খবরই যে গুজব সেটা বুধবার বুঝিয়ে দিলেন গ্যারি কার্স্টেন। এ দিন দক্ষিণ আফ্রিকায় বসে বিশ্বকাপ জয়ী কোচ বলেন, “আমার কথা মনে করার জন্য ধন্যবাদ। তবে আমার পক্ষে এই মূহূর্তে কোনও দলের হয়েই পুরো সময়ের কোচিং করানো সম্ভব নয়।”

অন্য দিকে ভারতে কাটানো সোনালি দিনগুলি যে তিনি ভোলেননি তাও এ দিন মনে করিয়ে দেন। তাঁর হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপ আসে ভারতের ঘরে। তিনি বলেন, “টিম ইন্ডিয়ার সঙ্গে কাটানো দিনগুলো এখন আমার স্মৃতির স্মরণীতে ভেসে ওঠে। ওই দিনগুলো কখনও ভোলা সম্ভব নয়।”

অন্য দিকে, এ দিন টুইট করে গ্যারি জানান বিসিসিআই কোহালিদের জন্য যে সঠিক কোচই নিয়োগ করবে সে বিষয়ে তিনি নিশ্চিত।

(_)

(_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE