Advertisement
২৭ এপ্রিল ২০২৪
কিংবদন্তি ওপেনারের চোখে বর্তমানের দুই

গম্ভীর ফুটওয়ার্কের সমস্যা মিটিয়েছে, ধবনের রয়েছে

তাঁর ভারতীয় দলে ফেরার যুদ্ধে গৌতম গম্ভীর পাশে পাচ্ছেন স্বয়ং সুনীল গাওস্করকে। কিংবদন্তি ভারতীয় ওপেনারও বলছেন, আইপিএলে কেকেআর অধিনায়কের যা পারফরম্যান্স, তাতে তিনি ভারতীয় দলে ফিরতেই পারেন। আইপিএলে সর্বোচ্চ স্কোরারের কমলা টুপি যাঁর দখলে সেই গৌতম গম্ভীরের ভারতীয় দলে ফেরা নিয়ে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:৫৩
Share: Save:

তাঁর ভারতীয় দলে ফেরার যুদ্ধে গৌতম গম্ভীর পাশে পাচ্ছেন স্বয়ং সুনীল গাওস্করকে।

কিংবদন্তি ভারতীয় ওপেনারও বলছেন, আইপিএলে কেকেআর অধিনায়কের যা পারফরম্যান্স, তাতে তিনি ভারতীয় দলে ফিরতেই পারেন।

আইপিএলে সর্বোচ্চ স্কোরারের কমলা টুপি যাঁর দখলে সেই গৌতম গম্ভীরের ভারতীয় দলে ফেরা নিয়ে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। এ বার সেই আলোচনায় ঢুকে পড়লেন গাওস্করও। তাঁর বক্তব্য, ‘‘কেউ যদি ভারতীয় দলে ফেরার আশা ছেড়েই দেয়, তা হলে আইপিএল বা রঞ্জি ট্রফিতে ভাল খেলে লাভ কী? গম্ভীরকে ভাল পারফর্ম করতে দেখে ভাল লাগল। ভারতীয় দলে ফিরলেও ভাল লাগবে।’’

গম্ভীরের ব্যাটিং দেখে গাওস্করের ধারণা, ‘‘আগে ওর ফুটওয়ার্কে কিছু সমস্যা ছিল। নিশ্চয়ই সেগুলো নিয়ে ও যথেষ্ট পরিশ্রম করেছে।’’ যাঁর জায়গায় ভারতীয় দলে গম্ভীর ফিরতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা, সেই শিখর ধবনের ফুটওয়ার্ক সমস্যা রয়েছে বলে গাওস্করের ধারণা। এক সর্বভারতীয় টিভি চ্যানেলে তিনি বলেন, ‘‘ও খুব চাপে রয়েছে। সমস্যাটা হল, যখন ও ব্যর্থ হয়, তখন টানা ৪-৫টা ইনিংস ধরে সেই ব্যর্থতা চলে। আর তখন লোকে ওর আগের ভাল ইনিংসগুলো ভুলে যায়। ভুলে যায় যে, সীমিত ওভারের ক্রিকেটে ওর ব্যাট থেকে ন’টা সেঞ্চুরি আর ১৭টা পঞ্চাশের উপর রান এসেছে। আইপিএলে দেখছি ধবনের ফুট মুভমেন্ট স্লো হচ্ছে। ওর প্রচুর স্কিপিং করা উচিত। এটা ওকে অবশ্যই সাহায্য করবে।’’

সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি অবশ্য তাঁকে সময় দিতে রাজি। তাঁর বক্তব্য, ‘‘শিখর রানে ফেরার জন্য ছটফট করছে। নেটে কিন্তু ও ভাল শট নিচ্ছে। তেমন ভুলও দেখতে পাচ্ছি না। আমার মনে হয়, ওর সমস্যাটা মাঠে নামার পর মানসিকতায় হচ্ছে। আসলে ওকে একটু সময় দিতে হবে। সময় দিলে যদি আমরা একজন ভাল ওপেনারকে ফর্মে পাই, তা হলে ক্ষতি কী? একটা ভাল ইনিংসই ওকে ফর্মে ফিরিয়ে আনবে।’’

আরও পড়ুন:
আইপিএলের সময়সূচি
আইপিএলের পয়েন্ট টেবল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE