Advertisement
০৯ মে ২০২৪
আজ ইউরো শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

‘অ-জার্মান’ জার্মানিকে তাতাচ্ছে বিশ্বজয়ের জার্মানি

মারিও গটজের দুর্ধর্ষ গোলে জার্মান ফুটবল ক্যাবিনেটে চার নম্বর বিশ্বকাপ ঢুকতে দেখেছিল বছরদুয়েক আগের মারাকানার এক মায়াবী রাত। সাক্ষী ছিল নীরব এক ভবিষ্যদ্বাণীরও। যে, জোয়াকিম লো এবং তাঁর টিম এ বার সামনে যা পাবে, তছনছ করে দেবে। ফুটবল-বিশ্বে অপ্রতিরোধ্য হয়ে উঠবে জার্মানি। গড়ে তুলবে স্প্যানিশ আর্মাদা সম অপরাজেয় সাম্রাজ্য।

এ বার পেঙ্গুইন বলে দিল ইউক্রেনকে হারাচ্ছেই জার্মানি।

এ বার পেঙ্গুইন বলে দিল ইউক্রেনকে হারাচ্ছেই জার্মানি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৯:১৬
Share: Save:

মারিও গটজের দুর্ধর্ষ গোলে জার্মান ফুটবল ক্যাবিনেটে চার নম্বর বিশ্বকাপ ঢুকতে দেখেছিল বছরদুয়েক আগের মারাকানার এক মায়াবী রাত। সাক্ষী ছিল নীরব এক ভবিষ্যদ্বাণীরও। যে, জোয়াকিম লো এবং তাঁর টিম এ বার সামনে যা পাবে, তছনছ করে দেবে। ফুটবল-বিশ্বে অপ্রতিরোধ্য হয়ে উঠবে জার্মানি। গড়ে তুলবে স্প্যানিশ আর্মাদা সম অপরাজেয় সাম্রাজ্য।

‘টুর্নিয়েরমানশাফট’ বা টুর্নামেন্ট-টিম হিসেবে বিখ্যাত জার্মানি তা করে দেখাতে পারে কি না, ১১ জুলাইয়ের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপাতত যেটা বলা যেতেই পারে সেটা হল, প্রাক্ ইউরো ২০১৬ যে জার্মানিকে দেখেছে, তাদের মোটেই বিশ্বচ্যাম্পিয়নদের মতো দেখাচ্ছে না। বিশেষজ্ঞরা বলা শুরু করে দিয়েছেন, এই জার্মানি তো চূড়ান্ত অ-জার্মান!

মারাকানা-স্বপ্নের পরের দু’বছরে জোয়াকিম লোর টিম হেরেছে সাত-সাতটা ম্যাচ। ইউরো কোয়ালিফায়ারে হেরেছে পোল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি— সেখানেও বিশ্বচ্যাম্পিয়নদের অস্বাভাবিক রকম নড়বড়ে দেখিয়েছে। যাদের হারিয়েছে ইংল্যান্ড, এমনকী স্লোভাকিয়াও।

এর সঙ্গে যোগ করতে হবে চোটের ক্রমবর্ধমান তালিকা। ফ্রান্স পৌঁছনোর আগেই ছিটকে গিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রয়েস। ট্রেনিংয়ে নামতে না নামতে লিগামেন্ট ছিঁড়ে দেশে ফিরে যেতে হয়েছে অ্যান্টোনিও রুডিগারকে। পায়ের পেশির চোটে ভুগছেন ম্যাটস হুমেলস। প্রথম ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। জার্মান হৃদযন্ত্র বাস্তিয়ান সোয়াইনস্টাইগার— তিনিও পুরো ফিট নন। বিশ্বকাপ জয়ী টিমের তিন তারকা ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোজে, পের মার্টেস্যাকার অবসরের গ্রহে।

টুকরো টুকরো আঁচড় মিলিয়ে ক্যানভাসে যে ছবিটা দাঁড়াচ্ছে, তা খুব একটা সুখের নয়। ‘ইয়োগি’ লো কিন্তু জার্মান জাত্যভিমান বিসর্জন দেওয়ার লোক নন। তিনি বরং বলে দিয়েছেন, ও সব ফ্রেন্ডলি বা কোয়ালিফায়ারের ফলাফলকে তিনি পাত্তা দেন না। তাঁর টিম, বড় টুর্নামেন্টের টিম। ‘‘অনেক দিন ধরেই আমি জার্মানি কোচ। এই ক’বছর যতগুলো ফ্রেন্ডলি, যতগুলো কোয়ালিফায়ার খেলেছি, সে সবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল বড় টুর্নামেন্ট। ইউরোর মতো টুর্নামেন্টই আমার কাছে সবচেয়ে বড় মোটিভেশন,’’ বলে দিয়েছেন লো।

বিশ্বজয়ী হিসেবে টুর্নামেন্ট শুরু করাটা যে তাঁদের কাছে বাড়তি চাপ হতে পারে, মানতে নারাজ জোয়াকিম লো। বরং তাঁর ফুটবল দর্শন বলে যে, এক বার সাফল্যের শিখর আরোহনই তাঁর টিমকে আরও বেশি তাতাচ্ছে। ‘‘আমরা আবার নিজেদের প্রমাণ করে দেখাতে চাই। আমাদের সাফল্যের নতুন নিদর্শন রাখতে চাই। এক বার এই জয়ের আনন্দটা অনুভব করলে সেই অনুভূতিটাই মোটিভেশন হয়ে দাঁড়ায়। আপনাকে তাতায় সেটা নতুন করে অনুভব করার জন্য,’’ বলেছেন লো।

নানান হতাশা যদি জার্মানির বিপক্ষে যায়, তা হলে বিশ্বচ্যাম্পিয়ন টিমের পক্ষে রয়েছে কিছু তথ্য। এক, রবিবারের প্রতিপক্ষ ইউক্রেনের কাছে তারা কোনও দিন হারেনি। পাঁচটা সাক্ষাতে জার্মানি জিতেছে দু’বার, ড্র করেছে তিনটে। দুই, লো-র অধীনে সব ক’টা বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতেছে জার্মানি। এবং তিন, ইউক্রেন টিমে তারকা বলতে একজনই। কিন্তু তিনি এই ইউরোয় মাঠে নামবেন না। তিনি— টিমের সহকারী কোচ আন্দ্রে শেভচেঙ্কো!

কোহালির ক্রুজ কানেকশন

দিনদুয়েক আগে জার্মানির জার্সি পরে নিজের ছবি টুইট করেন বিরাট কোহালি। ভারতীয় টিম এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যে নম্বরের জার্সি পরেন, কোহালির নাম লেখা জার্মান জার্সিতেও ছিল সেই আঠারো নম্বর। যা দেখে শনিবার জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ সরাসরি তাঁকে টুইট করেন। লেখেন, ‘শার্টটা খুব সুন্দর। নম্বরটাও দুর্দান্ত বাছাই করেছ! তোমাকে একটা উপহার পাঠাচ্ছি।’ টনি ক্রুজের জার্সি নম্বরও আঠারো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

germany euro cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE