Advertisement
E-Paper

নিলামে নেই ম্যাক্সওয়েল

মোট ৭০টি আসনে লড়ার জন্য ১০০৩ জন ক্রিকেটার নিলামের তালিকায় নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ২০০জন আন্তর্জতিক ক্রিকেটার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৬
সিদ্ধান্ত: জাতীয় দলের কড়া সূচি।  তাই আইপিএলে নেই ম্যাক্সওয়েল।

সিদ্ধান্ত: জাতীয় দলের কড়া সূচি। তাই আইপিএলে নেই ম্যাক্সওয়েল।

আইপিএলের নিলাম তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিলেন প্রতিযেগিতার দুই মূল আকর্ষণ। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। গত মরসুমে ফিঞ্চ খেলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। ম্যাক্সওয়েল ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (নাম বদলে দিল্লি ক্যাপিটালস)। গত মরসুমে তাঁদের একজনও সে ভাবে পারফর্ম করতে পারেননি। দশ ম্যাচে ১৩৪ রান করেন ফিঞ্চ। ম্যাক্সওয়েল করেন ১২ ম্যাচে ১৬৯ রান। আসন্ন মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটেই মনোনিবেশ করতে চান তাঁরা।

অন্য দিকে বুধবারই প্রকাশিত হল আইপিএল নিলামের তালিকা। মোট ৭০টি আসনে লড়ার জন্য ১০০৩ জন ক্রিকেটার নিলামের তালিকায় নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ২০০জন আন্তর্জতিক ক্রিকেটার। ৮০০জন এখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তিনজন ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট নেশনের। ভারতের পরে সব চেয়ে বেশি ক্রিকেটার রয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে (৫৯জন)।

বিদেশি তারকাদের মধ্যে নিলামের তালিকায় রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম, ডেল স্টেন, ডার্সি শর্ট, কোরি অ্যান্ডারসনেরা। এ ছাড়াও রয়েছেন স্যাম কারেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে বেশি ন্যূনতম মূল্য জয়দেব উনাদকাটের (১.৫ কোটি)। গত বছর ১১.৫ কোটি টাকা দিয়ে তাঁকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তার পরেই রয়েছেন অক্ষর পটেল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, যুবরাজ সিংহেরা। তাঁদের ন্যূনতম দর এক কোটি টাকা।

Cricket IPL 2019 Glenn Maxwell Aaron Finch Auction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy