মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে টুর্নামেন্ট শেষ হলেও তাঁরা ফেরত আসবেন না। সবার সঙ্গে কথা বলার পর মনে হয়েছিল মার্কিন ভিসা অফিসারের। তাই বিশ্ব যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ৩১জনের দলের ২০ জনকে ভিসা দেওয়া হয়নি। ফলে দক্ষিণ ডাকোটায় ৮-১৪ জুনের এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিবাদে নাম তুলে নিল ভারতীয় দল। অনূর্ধ্ব ২০ তিরন্দাজ ও কোচের মধ্যে মাত্র সাত জনের ভিসা মঞ্জুর হয়েছিল। ভারতের কোরীয় কোচ চায়ে ওম লিমও ভিসা পাননি। ভারতীয় তিরন্দাজি সংস্থা মনে করছে, জুনিয়রদের অনেকেই ইন্টারভিউয়ে পরিষ্কার করে সব প্রশ্নের উত্তর দিতে পারেননি ভাল ইংরেজি না জানায়। তাই এই বিভ্রাট। নতুন করে ভিসার জন্য আবেদন করা হলেও শেষ পর্যন্ত নাম তুলে নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়।