Advertisement
২০ এপ্রিল ২০২৪

হ্যারি কেনের দেড়শো গোল, বিতর্কে আলি

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে হেডে নিজের ক্লাব কেরিয়ারের ১৫০ তম গোলটি করতে ভুল হয়নি হ্যারি কেনের। ইপিএল-এর শেষ তেরো ম্যাচে এটি হ্যারি কেন-এর ১৪ তম গোল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১৬
Share: Save:

ম্যাচের একদম অন্তিম লগ্নে হ্যারি কেন-এর গোল। আর তার সৌজন্যেই অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেস-কে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল টটেনহ্যাম হটস্পার।

এর ফলে ২৮ ম্যাচের পরে টটেনহ্যামের পয়েন্ট দাঁড়াল ৫৫। অন্য দিকে, এ দিন হারের ফলে ২৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে রয়ে গেল ক্রিস্টাল প্যালেস।

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে হেডে নিজের ক্লাব কেরিয়ারের ১৫০ তম গোলটি করতে ভুল হয়নি হ্যারি কেনের। ইপিএল-এর শেষ তেরো ম্যাচে এটি হ্যারি কেন-এর ১৪ তম গোল।

তবে এ দিন হ্যারি-র গোলে টটেনহ্যাম হটস্পার-এর জয়ের দিনেও বিতর্ক ছাড়ল না। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিয়াত্তর মিনিটে ক্রিস্টাল প্যালেস বক্সে ঝাঁপ দিয়েছিলেন টটেনহ্যামের দেলে আলি। যা দেখে প্রথমে গোটা স্টেডিয়ামের মনে হয়েছিল ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ওয়েন হেনেসি তাঁকে ফাউল করেছেন। কিন্তু রেফারি কেভিন ফ্রেন্ড না দিয়েছেন টটেনহ্যাম-কে পেনাল্টি। আলি-কে সতর্কও করেননি ‘প্লে অ্যাক্টিং’-এর জন্য। এর আগে হাডার্সফিল্ড এবং লিভারপুলের বিরুদ্ধে ম্যাচেও একই কাজ করেছিলেন টটেনহ্যামের এই ফুটবলারটি। কিন্তু তখনও তাঁকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়নি। ম্যাচ শেষ হতেই তাই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে দাবি ওঠে, ‘প্লে অ্যাক্টিং’-এর জন্য কেন এফএ-র তরফে দেলে আলি-কে সতর্ক করা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harry Kane Football Crystal Palace Tottenham
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE