প্যাট্রিক ম্যাকেনরো নিজেই নিজের পরীক্ষা নিচ্ছিলেন। আমেরিকার এই প্রাক্তন টেনিস খেলোয়াড় বেশ গুছিয়ে বসেওছিলেন। প্রশ্ন ছিল, চার ধরনের কোর্টে আপনি কী ভাবে রাফায়েল নাদালকে বর্ণনা করবেন? ম্যাকেনরোর উত্তরপত্রটা ছিল এরকম— ইন্ডোর হার্ড: সত্যিই ভাল (রিয়েলি গুড) ঘাস: বিরাট (গ্রেট)। আউটডোর হার্ড: বিস্ময়কর (ফেনোমেনাল)। ক্লে: ???
শেষে গিয়ে আর জবাব দিতে পারেননি আমেরিকার ডেভিস কাপ দলের প্রাক্তন অধিনায়ক। না, নম্বর কাটা যাবে না তাঁর। ১৪ বার ফরাসি ওপেন জিতে নিয়ে ক্লে কোর্টের নাদাল যাবতীয় বিশেষণের ঊর্ধ্বে চলে গিয়েছেন। সেখানে তাঁকে বর্ণনা করতে যাওয়ার ধৃষ্টতা দেখালেই বরং নম্বর কাটা যাবে। কোনওটাই যথোপযুক্ত হবে না।
ক্রোয়েশিয়ার ইভান লুবিসিচ রবিবারের পর একটা দাবি রেখে ফেলেছেন ফরাসি ওপেন কর্তৃপক্ষের কাছে। বলেছেন, ‘‘১৪টা ফরাসি ওপেন খেলেছে, খুঁজলে এরকম লোক খুব বেশি পাওয়া যাবে না। সেখানে এক জন ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। ওই লাল মাটির কোর্টটা রাফার নামে করলে স্বর্গ থেকে বুড়ো ফিলিপ (যাঁর নামে ফিলিপ শাঁতিয়ে কোর্ট) নিশ্চয়ই কিছু মনে করবেন না। আসলে শুধু একটা মূর্তি এখন আর যথেষ্ট নয়।’’